মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৭, ০১:৩২:২৭

বাংলাদেশ দলে এই নতুন কোচ যোগ দিচ্ছেন কবে?

বাংলাদেশ দলে এই নতুন কোচ যোগ দিচ্ছেন কবে?

স্পোর্টস ডেস্ক: নতুন এক কোচ নিযোগ দিতে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ দলের জন্য স্পিন কোচ হিসেবে ২০১৩ সালে পাকিস্তানের কিংবদন্তী বোলার সাকলাইন মোস্তাককে নিয়োগ দিয়েছিল বিসিবি। তার অধীনে স্পিন বিভাগে সফলতাও পেয়েছিল বাংলাদেশ।

তবে পরবর্তীতে দলের বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছিলো হিথ স্ট্রিককে। তাকে দায়িত্ব দেয়ার পরপরই পেস বিভাগে দারুণ উন্নতি হয়েছে, তবে কিছুটা পিছিয়ে পড়েছে স্পিন বিভাগে।  বাংলাদেশ দলে নতুন কোচ যোগ দিচ্ছেন কবে?

স্পিনারদের সুবিধার জন্য নতুন বোলিং কোচ নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। সব কিছু ঠিক থাকলে নতুন স্পিন কোচ হতে চলেছেন ভারতের সুনীল জোশি। তবে নতুন কোচ নিয়োগ নিয়ে শ্রীলঙ্কা সিরিজের পরই সিদ্ধান্ত নিবেন বলে জানিয়েছেন বিসিবি ক্রিকেট অপারেশন চেয়ারম্যান আকরান খান।

বাংলাদেশ-ভারত মধ্যকার টেস্ট ম্যাচ চলাকালীন ভারতীয় তারকা স্পিনার সুনীল জোশিকে বাংলাদেশ দলের স্পিন কোচ হিসেবে নিয়োগ দেয়ার ব্যাপারটি নিশ্চিত করেন আকরান খান, তবে এখনই নিয়োগ দিবে না বিসিবি।

“ভারতের বিপক্ষে টেস্ট চলাকালীন আমরা তার (জোশি) সাথে কথা বলেছি। তিনি আমাদের জানিয়েছে শ্রীলঙ্কা সফরেই দলের সাথে যোগ দিবেন। কিন্তু তার সাথে চুক্তি নিয়ে এখনো কথা চলছে আমাদের। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি শ্রীলঙ্কা সিরিজেই তাকে নিয়োগ দিবো না।”

তিনি আরো বলেন, “তাকে আমরা জাতীয় দল কিংবা অ্যাকাডেমি অথবা হাই পারফরম্যান্স দলের জন্য নিয়োগ দিবো কিনা সেটা শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষেই চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।” ভারতের হয়ে ১৫টি টেস্ট এবং ৬০টি একদিনের ম্যাচ খেলেন সুনীল জোশি। ১৫ টেস্টে ৪১ উইকেট এবং ৬০ ওয়ানডেতে ৬৯টি উইকেট লাভ করেন জোশি।
২১ ফেব্রুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে