মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৭, ০২:০৯:৪৭

পাকিস্তান সুপার লিগে ব্যাট হাতে তাণ্ডব সৃষ্টি করে দল জেতালেন ওমর আকমল

পাকিস্তান সুপার লিগে ব্যাট হাতে তাণ্ডব সৃষ্টি করে দল জেতালেন ওমর আকমল

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ জমে উঠেছে। পাকিস্তানি ব্যাটসম্যান ওমর আকমল দারুণ খেলছেন পাকিস্তান সুপার লিগে।  রোববারের রাতের উইকেটে বাকি আর দুটি। তবে লাহোর কালান্দার্সের বড় ভরসা হয়ে রইলেন নিউজিল্যান্ডের ক্রিকেটার গ্র্যান্ট ইলিয়ট।

সকালে আইপিএলের নিলামে তিনি দেখলেন, কেউ তাকে নেয়ার মত প্রয়োজনবোধ করেনি। অবিক্রিত থেকে গেলেন। সেই ঝাল মেটাতেই কি না পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডকে বেছে নিলেন তিনি।

শুধু বেছে নেয়াই নয়, ছক্কা মেরেই তিনি জেতালেন লাহোর কালান্দার্সকে। অথচ তার আগে কী নাটকীয়তা। ৬ বলে ৬ রান প্রয়োজন। শেষ ওভারে বোলার মোহাম্মদ সামি। তার সামনে ব্যাটসম্যান আমের ইয়ামিন। গ্র্যান্ট ইলিয়ট নন স্ট্রাইকিং প্রান্তে। সামির প্রথম বলেই উইকেট বিলিয়ে দিলেন আমের ইয়ামিন। ক্যাচ ধরলেন ডোয়াইন স্মিথ।

তবে ততক্ষণে প্রান্ত বদল করে নিয়েছিলেন ইলিয়ট। ইয়াসির শাহ মাঠে নামলেও ছিলেন নন স্ট্রাইকিং প্রান্তে। মোহাম্মদ সামিকে এরপর আর সুযোগ দিলেন না ইলিয়ট। পরের বলে ছক্কা মেরেই জবাবটা দিয়ে দিলেন তিনি। ১৭ বলে শেষ পর্যন্ত ২টি বাউন্ডারি আর ১টি ছক্কায় ২৬ রানে অপরাজিত থাকলেন ইলিয়ট।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে লাহোর কালান্দার্সের সামনে মাত্র ১৪৫ রানের লক্ষ্য দাঁড় করাতে সক্ষম হয় ইসলামাবাদ ইউনাইটেড। শেষ দিকে সাদাব খান ২৪ বলে ৪২ রান না করলে ইসলামাবাদের রান এতটাও হতো না। ২টি বাউন্ডারি আর ৩টি ছক্কায় এই রান করেন তিনি।

জবাবে ব্যাট করতে নেমে এক প্রান্তে একের পর এক উইকেট হারাতে থাকে লাহোর কালান্দার্স। তবে মূল খেলাটা আগলে রাখেন উমর আকমল। তাণ্ডবীয় ক্রিকেট উপহার দিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। ৪২ বলে ৬৬ রান করেন তিনি।

৮টি বাউন্ডারির সঙ্গে ছক্কা ছিল ৩টি। শেষ পর্যন্ত ৪ বল হাতে রেখেই ১ উইকেটে জয় তুলে নেয় ওমর আকমল-ব্রেন্ডন ম্যাককালামের দল লাহোর।
২১ ফেব্রুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে