মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৭, ০২:৫৭:৫৬

ছিলেন গলির ক্রিকেটার গতকাল হয়ে গেলো আইপিএলে কোটি টাকার খেলোয়াড়

ছিলেন গলির ক্রিকেটার গতকাল হয়ে গেলো আইপিএলে কোটি টাকার খেলোয়াড়

স্পোর্টস ডেস্ক: নিজে পড়া ফাঁকি দিয়ে খেলতে যেতেন গলিতে। টেনিস বলে এভাবেই ক্রিকেটের হাতেখড়ি।
 
কখনো কি তিনি ভাবতে পেরেছেন পাড়ার গলির ক্রিকেটার থেকে আইপিএলে কোটিপতি ক্রিকেটার হবেন? বাবা ছিলেন কুলি। ভেবেছেন বাবার মতোই হয়তো কুলিগিরি করে জীবনটা পাড় করতে হবে। তিনি নটরাজন।
 
দশম আইপিএলে তিনি বিক্রি হয়েছেন তিন কোটি টাকায়। প্রীতি জিনতার কিংস ইলেভেন দলে টেনেছে তাকে। এবারের আইপিএলের নিলামে সেরা চমক হিসেবে ধরা হচ্ছে ২৫ বছর বয়সী ওই বোলারকেই।
 
নিলামের পরে ফোনে তিনি অনুভূতি জানান, আমি এখনও ভাবতেই পারছি না। আমার মাকে বলা মাত্র তো উনি কাঁদতে শুরু করে দিয়েছিলেন। বন্ধুরাও বলল, আজ ভাল কিছু খাওয়াতে হবে।
 
এরপরেই আসলেন আসন কথায়। খেলা প্রসঙ্গে তিনি বলেন, এত দাম দেওয়ায় এখন প্রত্যাশাও অনেক থাকবে। সেই চাপটা আমায় নিতে হবে।
 
নটরাজন বাঁ হাতি মিডিয়াম পেসার। কী রয়েছে তার বলে যে এতো দাম দিয়ে কিনতে হবে?  বলে বলে ইয়র্কার দিতে পারেন এই মিডিয়াম পেসার।
 
ডেথ ওভারগুলোতে ছাড়তে পারেন মারণাস্ত্র। কাটার রয়েছে তার সেরা অস্ত্রের তালিকায়। যে কারণে তাকে তুলনা করা বাংলাদেশের মুস্তাফিজের সঙ্গে। নটরাজন এর মধ্যেই সফলতার সঙ্গে খেলেছেন তামিলনাড়ু প্রিমিয়ার লিগ, রঞ্জি ট্রফি। এবার প্রমাণ করার পালা আইপিএলে। ৩ কোটি টাকায় তাকে কেনা কতটা সার্থক তা বুঝা যাবে এপ্রিল- মে মাসেই।
২১ ফেব্রুয়ারী ২০১৭/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে