শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৭, ০৩:৪০:২৯

মাত্র আড়াই দিনের মধ্যেই স্মরণকালের সবচেয়ে শোচনীয় পরাজয় হয়েছে বিশ্বসেরা টিম ভারতের

মাত্র আড়াই দিনের মধ্যেই স্মরণকালের সবচেয়ে শোচনীয় পরাজয় হয়েছে বিশ্বসেরা টিম ভারতের

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটে হার বলে একটি কথা আছে। তবে এ কেমন হার? মাত্র আড়াই দিনের মধ্যেই স্মরণকালের সবচেয়ে শোচনীয় পরাজয় হয়েছে টেস্টে বিশ্বসেরা টিম ভারতের। ভারতীয় ক্রিকেটারদের মোটা গলাকে ভুল প্রমাণিত করলো অসিরা।

এবার ভারত অলআউট হয়েছে মাত্র ১০৭ রানে। এর আগের ইনিংসে ভারত গুটিয়ে যায় ১০৬ রানে। এর মধ্যে দিয়ে ৩৩৩ রানের বিশাল ব্যবধানে জিতলো অস্ট্রেলিয়া। ভারতীয় ক্রিকেটারদের কথার জবাব খেলার মাঠে দিয়েছে টিম অস্ট্রেলিয়া। তবে এবার ভারতীয়দের অহংকার চূর্ণ করে মাটির সাথে মিশিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার দেওয়া বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে স্বাগতিক ভারত। অজিদের দেওয়া ৪৪০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১০৭ রানেই ১০ উইকেট হারিয়ে বসেছে কোহলি বাহিনী।

প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হয়েছেন অধিনায়ক বিরাট কোহলি। পুনে টেস্টের তৃতীয় দিনে তিনি মাত্র ১৩ রান করে আউট হয়েছেন। প্রথম ইনিংসের মত বল হাতে বিধ্বংসী হয়ে উঠেছেন স্পিনার ও'কেফি। এখন পর্যন্ত তার শিকার ৪টি। অপর উইকেটটি নিয়েছেন নাথান লিওন। ভারতের দলীয় ১০ রানেই ও'কেফির শিকারে পরিণত হন মুরালি বিজয় (২)। লোকেশ রাহুলকে (১০) ফেরান লিওন।

এরপর শুধুই ও'কেফির মহাকাব্য। একে একে তার শিকারে পরিণত হন অধিনায়ক বিরাট কোহলি (১৩), আজিঙ্কা রাহানে (১৮), রবিচন্দ্রন অশ্বিন (৮) এবং ঋদ্ধিমান সাহা (৫)।  

এর আগে দ্বিতীয় ইনিংসে অধিনায়ক স্টিভেন স্মিথের দুর্দান্ত সেঞ্চুরিতে ২৮৫ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ১০৫ রানে অলআউট হওয়া ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৪০ রানের। যা চেজ করে জয় পেতে হলে বিশ্বরেকর্ড গড়তে হতো ভারতকে।

তবে এটা হলো না। এই ম্যাচের নায়ক ওকিফে। এই টেস্টে মোট ১২টি উইকেট নিয়েছেন। শেষ ইনিংসে ওকিফে নিয়েছেন ৪টি উইকেট। ৫দিনের টেস্ট মাত্র আড়াই দিনেই শেষ।
২৫ ফেব্রুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে