বৃহস্পতিবার, ০৯ মার্চ, ২০১৭, ০৯:৩৬:২০

শ্রীলঙ্কায় ব্যাট হাতে দারুণ চমক দেখালেন সৌম্য সরকার

শ্রীলঙ্কায় ব্যাট হাতে দারুণ চমক দেখালেন সৌম্য সরকার

স্পোর্টস ডেস্ক: এখন সবাই তাদের প্রশংসা করছে। বাজে ফর্মের কারণে সমালোচনায় ভাসছে থাকা একা গলে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম দিনের সঙ্গী ছিল নো বলের আফসোস। দ্বিতীয় দিনে আফসোসের নতুন নাম তামিম ইকবালের অযাচিত রান আউট। অনেকেই বলবেন,‘দূর্ভাগ্যজনক’।

কিন্তু সেট হয়ে ওভাবে উইকেট ছেড়ে আসা দূর্ভাগ্যজনক হতে পারে না। জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে তামিমের রান আউটকে বলছেন,‘ব্রেইন ফেড’। বাংলায় এর অর্থ দাঁড়ায় মতিভ্রম। আরও সহজ বাংলায় বুদ্ধিনাশ।

লঙ্কানদের ৪৯৪ রানের জবাবে বাংলাদেশের স্কোরবোর্ডে রান ১১৮। তখন চলছিল শেষ ঘন্টার খেলা। লাকসান সানদাকানের বল লেগ সাইড দিয়ে বেরিয়ে উইকেটরক্ষক নিরেশান ডিকভেলার হাতে। ডিকভেলা প্রথমে কট বিহাইন্ডের আবেদন করলেন। তামিম হয়ত মনে করেছিলেন বল বেরিয়ে গেছে ডিকভেলার হাত থেকে। অপরপ্রান্তে থাকা সৌম্য সরকারের দিকে না তাকিয়ে তামিম দিলেন দৌড়।

৫৭ রান করা তামিমকে ক্রিজ থেকে বেরুতে দেখে ডিকভেলা স্ট্যাম্প ভাঙলেন খুব সহজেই। রান আউট তামিম। আরেকটি সম্ভাবনাময় ইনিংসের করুণ সমাপ্তি। অবশ্য দিলরুয়ান পেরেরার বলে ২৮ রানে জীবন পেয়েছিলেন দেশসেরা এ ওপেনার। শর্ট বল ঠিকমত কাট করতে না পারায় বল চলে গিয়েছিল উইকেটের পিছনে। কিন্তু ডিকভেলা বল তালুবন্দি করতে ব্যর্থ! ব্যর্থ ডিকভেলা অবশ্য কিছুক্ষণ পরই দলকে দিয়েছেন বড় সাফল্য।

তামিম ও সৌম্যর ১১৮ রানের জুটি ভাঙে অনাকাঙ্খিত এক রান আউটে। কিন্তু এর আগে দুই ব্যাটসম্যান কড়া শাসন করেন লঙ্কান বোলারদের। টেস্টে ওপেনিংয়ের সপ্তম এক’শ রানের জুটির স্বাদও পায় বাংলাদেশ যা তামিম-সৌম্য জুটির প্রথম। তামিম ৫৭ রানে ফিরে গেলেও সৌম্য শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। তার ব্যাট থেকে এসেছে ৬৬ রানের আত্মবিশ্বাসী ইনিংস। লেগ সাইডে অসাধারণ এক ফ্লিকে বাউন্ডারি মেরে সৌম্যর ইনিংসের শুরু।

কুমারা, লাকমালদের যেভাবে ড্রাইভ করে বাউন্ডারি মেরেছেন তা ছিল এক কথায় অসাধারণ। তার ফেভারিট শট ‘পেরিস্কোপ’ও খেলেছেন আজ। সব মিলিয়ে সৌম্যর ইনিংসটি ছিল চোখ ধাঁধানো। ক্যারিয়ারের দ্বিতীয় হাফ-সেঞ্চুরিকে সেঞ্চুরিতে রূপ দিতে পারেন কিনা সেটাই দেখার! তামিমের বিদায়ের পর দ্রুত সাজঘরে ফিরেন মুমিনুল হক।

পেরেরা বল স্কিড করে ভিতরে ঢুকে মুমিনুলের প্যাডে আঘাত করে। ১৭ বলে ৭ রানে ফিরেন টেস্ট স্পেশালিস্ট। পড়ন্ত বিকেলে ২ আউটের পরও বাংলাদেশের রান ১৩৩। লঙ্কানদের থেকে ৩৬১ রানে পিছিয়ে বাংলাদেশ। সৌম্য, মুশফিক, সাকিবদের ব্যাটে হাথরুসিংহের টার্গেট, ‘ছয়শ রান।’

সকালে ৪ উইকেটে ৩২১ রানে দিন শুরু করা শ্রীলঙ্কার প্রথম ইনিংস থামে ৪৯৪ রানে। ১৬৬ রানে দিন শুরু করা কুশল মেন্ডিস ডাবল সেঞ্চুরির থেকে ৬ রান দূরে থেকে আউট হন ১৯৪ রানে। মিরাজের বলে এগিয়ে এসে মারতে গিয়ে লং অনে তামিমের অসাধারণ ক্যাচে আউট কুশল। এছাড়া আজ হাফ-সেঞ্চুরির দেখা পান ডিকভেলা (৭৫) ও পেরেরা (৫১)। বল হাতে বাংলাদেশের সেরা মেহেদী হাসান মিরাজ। ৪ উইকেট নিয়েছেন ডানহাতি এ স্পিনার। দীর্ঘদিন পর সাদা পোশাকে ফিরে আসা মুস্তাফিজুর রহমান নিয়েছেন ২ উইকেট।

তামিম-সৌম্যর দেখানো পথে হাঁটতে পারলে গল টেস্টে ভালো কিছুর সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। ২০১৩ সালে সবশেষ সফরেও গলে লঙ্কানদের করা ৫৭০ রানের জবাবে ৬৩৮ রান করেছিল বাংলাদেশ। মুশফিকের ২০০ ও আশরাফুলের ১৯০ রানে রানের পাহাড় গড়েছিল বাংলাদেশ। এবার আশরাফুল নেই, মুশফিক আছেন। অধিনায়ক মুশফিক তো দায়িত্ব নিয়ে খেলবনই। ‘আশরাফুল’ হতেহবে সৌম্য, সাকিব, মাহমুদউল্লাহ কিংবা লিটন দাসের!
৯ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে