বৃহস্পতিবার, ০৯ মার্চ, ২০১৭, ১০:৩৯:৪১

শ্রীলঙ্কার মাটিতে ব্যাট হাতে রেকর্ড করলেন দুই টাইগার

শ্রীলঙ্কার মাটিতে ব্যাট হাতে রেকর্ড করলেন দুই টাইগার

নিউজ ডেস্ক: লঙ্কানদের মাটিতে গল টেস্টে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে তামিম ইকবাল তার ওপেনিং পার্টনার সৌম্য সরকারের সঙ্গে তোলেন ১১৮ রান, যা শ্রীলংকার বিপক্ষে ওপেনিংয়ের সর্বোচ্চ রান।

লাকশান সান্দাকানের বল তামিম ইকবালের প্যাড ছুঁয়ে গেল নিরোশান ডিকভেলার কাছে। গ্লাভসে জমিয়েই আউটের জন্য আবেদন করতে থাকলেন শ্রীলংকার তরুণ উইকেটরক্ষক। আম্পায়ার সাড়া দেননি। হঠাৎ ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়ে রানআউট হন বাংলাদেশের বাঁ-হাতি ব্যাটসম্যান।

অদ্ভুতভাবে রানআউট হওয়ার আগে তামিম সৌম্য সরকারের সঙ্গে তোলেন ১১৮ রান, যা শ্রীলংকার বিপক্ষে ওপেনিংয়ের সর্বোচ্চ। আর সব দেশ মিলিয়ে প্রথম ইনিংসে প্রথম উইকেট জুটিতে এটি বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ।

শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের ওপেনিং জুটি মানেই ক্ষণস্থায়ী। গল টেস্টের আগে বাংলাদেশ দল শ্রীলংকার বিপক্ষে ব্যাটিং করেছে ১৬টি টেস্টের ৩২ ইনিংস। এর মধ্যে আট ইনিংসেই বাংলাদেশের প্রথম উইকেটের পতন ঘটেছে ১০ রান তোলার আগে।

উদ্বোধনী জুটিতে ৫০ রান উঠেছে মাত্র চারটি ইনিংসে। তার মধ্যে সর্বোচ্চ জুটি ছিল তামিম ইকবাল-জহুরুল ইসলামের। ২০১৩ সালে কলম্বো টেস্টের দ্বিতীয় ইনিংসে তামিম-জহুরুল তুলেছিলেন ৯১ রান।

৩৩তম ইনিংস খেলতে নেমে গতকাল প্রথমবারের মতো ওপেনিংয়ে শতরানের জুটি পেল বাংলাদেশ। টেস্ট ক্রিকেটের প্রথম ইনিংসের বাংলাদেশ দলের উদ্বোধনী জুটির সর্বোচ্চ দুটি জুটি তামিম ও ইমরুল কায়েসের, যথাক্রমে ২২৪ ও ১২৬।
৯ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে