রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:৪৬:৪৭

অস্ট্রেলিয়ার আক্রমনে মাঠেই কাঁদছে ইংল্যান্ড!

অস্ট্রেলিয়ার আক্রমনে মাঠেই কাঁদছে ইংল্যান্ড!

স্পোর্টস ডেস্ক : আসল শক্তি দেখা গেল এবার। অ্যাসেজের শেষ ম্যাচ। অন্যদিকে দুই দেশেরই সিরিজ জয়ের ম্যাচ এটি। ম্যাচের দিকে দৃষ্টি দিতেই দেখা গেল এক করুণ চিত্র।

ইংল্যান্ড শিবিরের জন্যই এই চিত্রটা বেশ হৃদয় বিদারক। অ্যাসেজ সিরিজের ওয়ানডেতে ইংলিশদের উপরে দীর্ঘদিন ধরে দাপট দেখিয়ে আসছে অস্ট্রেলিয়া।

ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে হারার পরে ইউটার্ন করে ইংল্যান্ড। পরে ঘুরে যায় ধারনা। কিন্তু লড়াইয়ের প্রেক্ষাপট বলছে অন্য কথা। অস্ট্রেলিয়ার তীব্র আক্রমনের মুখে শুরুতেই লন্ডভন্ড ইংল্যান্ড শিবির।

অসি বোলারদের আঘাতে প্যাবিলিয়নে স্বস্তি খুঁজছে ইংলিশ তারকারা! বাংলাদেশে আসার দিক থেকে এগিয়ে থাকা মিশেল মার্শ, হেস্টিংস ও স্টার্কের আক্রমনেই সর্বনাশ হয়েছে ইংলিশদের।

দুঃখ ও আফসোস ছাড়া এখন হয়তো কিছুই করার থাকবে না ইংল্যান্ডের। ওল্ড ট্যাফোল্ডে ২৫ ওভার ৪ শেষে ৮ উইকেট হারিয়ে ইংলিশদের রান মাত্র ১১১।

ধরে নেয়া যায় অসিরা হয়তো এবার অ্যাসেজ জেতোর স্বাদ নিতে যাচ্ছে। শেষ কাঁদাটা হয়তো কাঁদতে হবে কুকদের।  
১৩ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে