সোমবার, ১৯ অক্টোবর, ২০১৫, ১০:২১:২০

বাংলাদেশ ক্রিকেটাঙ্গনে সুখবর, আসছে ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশ ক্রিকেটাঙ্গনে সুখবর, আসছে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটাঙ্গনের জন্য আবারও ভেঁসে আসলো নতুন এক সুখবরর। নভেম্বরে বাংলাদেশ সফরে জিম্বাবুয়ের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল আসতে পারে বলে এমনটি জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। নিজামউদ্দিন চৌধুরী সুজন জানান, জিম্বাবুয়ের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজকে এনে তিন জাতির একটি সিরিজ আয়োজনের কথা ভাবছে বিসিবি। একারণেই মূলত জিম্বাবুয়ে সিরিজের সূচি চূড়ান্ত করেনি বিসিবি। এখনও আলোচনা চলছে। বিষয়টির ব্যাপারে সিদ্ধান্ত নিবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ওয়েস্ট ইন্ডিজ বর্তমানে শ্রীলঙ্কা সফরে রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের কোনো সিদ্ধান্ত আমরা এখনও জানতে পারিনি। এছাড়া বর্তমানে শ্রীলঙ্কা সফরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এদিকে, জিম্বাবুয়ে সিরিজের সূচির কথা উল্লেখ করে বিসিবির প্রধান নির্বাহী বলেন, দুই দিনের মধ্যে জিম্বাবুয়ে সিরিজের সময়সূচি চূড়ান্ত হবে। জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ হচ্ছে। কয়টি ওয়ানডে এবং কয়টি টি-২০ ম্যাচ খেলা হবে সে বিষয়ে জানানো হবে। বর্তমানে দলের প্রধান কোচ দেশের বাইরে রয়েছেন; তার সঙ্গে যোগাযোগ করেই ম্যাচের সংখ্যা নির্ধারণ করা হবে। ১৯ অক্টেবর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে