স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ শ্রীলঙ্কাকে প্রথমবার টেস্টে হারিয়েছে। শততম টেস্টের উপলক্ষটা রাঙিয়েছে জয় দিয়ে। জয়ের পর বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন লঙ্কান গ্রেট মাহেলা জয়াবর্ধনে। তার আগে সাঙ্গাকারাও অভিনন্দন জানান।
বাংলাদেশের জয়ের পর সাঙ্গা টুইট করেছেন, ‘বাংলাদেশের দারুণ জয়। নিজেদের শততম টেস্টে সাহস ও প্রত্যয় দেখিয়েছে তারা। আমি নিশ্চিত শ্রীলঙ্কা ঘুরে দাঁড়াবে। দারুণ এক টেস্ট ম্যাচ।’
গলে প্রথম টেস্ট জিতেছিল শ্রীলঙ্কা। কলম্বোয় দ্বিতীয় টেস্ট জিতল বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজ শেষ হয়েছে তাই ১-১ সমতায়। সিরিজে আরেকটি টেস্ট থাকলে ভালো হতো বলে মনে করেন সাঙ্গাকারা, ‘সবচেয়ে সুন্দর হতো যদি সিরিজে তৃতীয় টেস্ট থাকত। হতাশার বিষয় হচ্ছে, সেটা নেই। সামনে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এটা ভেবে দেখতে পারে।’
বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন আরেক লঙ্কান গ্রেট মাহেলা জয়াবর্ধনেও। সাঙ্গার বন্ধু জয়াবর্ধনে টুইট করেছেন, ‘অভিনন্দন বাংলাদেশ। প্রথম টেস্টে হারের পর অসাধারণভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। শ্রীলঙ্কা যেভাবে লড়েছে তাতে গর্বিত।’
১৯ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর