মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫, ০৩:১০:২০

শিবসেনার চাপে আলিম দারকে সরালো আইসিসি

শিবসেনার চাপে আলিম দারকে সরালো আইসিসি

স্পোর্টস ডেস্ক : ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে চলতি একদিনের সিরিজের বাকি দুটো ম্যাচ থেকে সরিয়ে নেওয়া হল পাকিস্তানি আম্পায়ার আলিম দারকে। শিবসেনার ক্রমাগত হুমকির মুখে বাকি দুটো ম্যাচে আলিম দারকে রাখার ঝুঁকি নিতে চায়নি আইসিসি। সোমবার এই পাক আম্পায়ারকে চলতি সিরিজ থেকে সরানোর কথা সরকারি ভাবে ঘোষণা করা হয়। আইসিসিরি এই ঘোষণার আগে শিবসেনার সমর্থকরা বিসিসিআই প্রধান শশাঙ্ক মনোহরের দফতরে গিয়ে বিক্ষোভ দেখায়। পাক ক্রিকেট বোর্ড এর প্রধান শাহরিয়ার খানের সঙ্গে বৈঠক বাতিলের জন্য শশাঙ্কের ওপর চাপ সৃষ্টি করা হয়। পরে পিসিবির সঙ্গে এই বৈঠক বাতিল করে বিসিসিআই। দু দেশের মধ্যে ক্রিকেট সিরিজ চালুর উদ্দেশ্য নিয়ে, মঙ্গলবার দিল্লিতে এই বৈঠকের দিন স্থির হয়েছিল। বিভিন্ন দেশের আম্পায়ারদের নিয়ে আইসিসির যে এলিট প্যানেল রয়েছে, আলিম দার তার সদস্য। দক্ষিণ আফ্রিকার সঙ্গে ভারতের একদিনের সিরিজের প্রথম তিনটি ম্যাচে খেলিয়েছেন এই পাক আম্পায়ার। ২২ ও ২৫ অক্টোবরের চেন্নাইয়ে ৪র্থ ও মুম্বইয়ে ৫ম ম্যাচও তার খেলানোর কথা ছিল। সোমবার মুম্বইয়ে বিসিসিআ্ইয়ের দফতরে শিবসেনা সমর্থকদের লম্ফঝম্ফের ছবি প্রকাশ্যে আসার পরেই, আইসিসি বিতর্কিত পাক আম্পায়ারকে একদিনের সিরিজ থেকে সরানোর সিদ্ধান্ত নিয়ে ফেলে। আলিম দারকে সরানোর কারণ হিসেবে আইসিসির মুখপাত্র জানান, বর্তমান পরিস্থিতি, এমন চাপের মুখে, আলিম দার তার দায়িত্ব যোগ্যতা অনুযায়ী ঠিক করে সামলাতে পারবেন বলে মনে হয় না। যদিও বিসিসিআই এর সচিব অনুরাগ ঠাকুর শিবসেনার এ ধরণের হুমকিকে গুরুত্ব দিতে নারাজ। সৌরাষ্ট্রে হার্দিক প্যাটেলের হুমকির প্রসঙ্গও তোলেন অনুরাগ। ২০১৬-র টি-২০ বিশ্বকাপ যে ভারতেই, তা মনে করিয়ে অনুরাগ বলেন, প্রত্যেক ভারতীয়কে খেলোয়াড়ি মনোভাব ধরে রাখতে হবে। - এই সময় ২০ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/আসিফ/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে