ব্যাটসম্যানদের আতঙ্ক শোয়েব আখতার এখন গানের পাখি
স্পোর্টস ডেস্ক: বল হাতে ধেয়ে আসছে বোলার। বল ছুঁড়লেন ব্যাটসম্যানকে লক্ষ্য করে। কিন্তু সে বলটি ব্যাটসম্যানের ব্যাট-প্যাডে কোথায়ও না লেগে সরাসরি গিয়ে আঘাত হানল স্টাম্পে। নিমিষে স্টাম্প খান খান। ভেঙে দুই/চার খন্ড।
বলছি পাকিস্তানি স্পিড মাস্টার শোয়েব আখতারের কথা। তার ঝড়বেগের বোলিং যে কোন সুখের মুহূর্তে বিধ্বংস্ত করে দিত প্রতিপক্ষ শিবিরকে। বল হাতে শোয়েব ছিলেন বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানদের আতঙ্ক। কিন্তু বিশ্বের সেরা ফাস্টবোলার ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খেলার মাঠে অনেক বিতর্কিত ভূমিকার জন্ম দিয়ে প্রত্যাশার অনেক আগেই ক্রিকেট জগতকে বিদায় জানাতে হয়েছে তাকে।
ক্রিকেট ছাড়ার পর ইদানিং টেলিভিশনে ধারাভাষ্যকার হিসেবেও কাজ করছেন তিনি। তবে এবার শোনা গেল গানের জগতে নিজেকে জড়িয়ে নিলেন তিনি।
সর্বকালের সেরা ফাস্ট বোলারদের একজন এবং ‘রাওয়ালডিন্ডি এক্সপ্রেস’ খ্যাত শোয়েব সিনেমার গানে প্লেব্যাক করছেন তিনি।
পাকিস্তানের জিও সুপার চ্যানেলে পরিবেশিত খবরে এ কথা জানানো হয়েছে। এই চ্যানেলে তার গান পরিবেশনের দৃশ্য দেখানো হয়।
পাকিস্তানের দেশাত্ববোধক ‘সায়া-এ-খুদা এ জুলজালাল’ সিনেমাতে প্রথম গান রেকর্ড করে সঙ্গীত জগতে প্রবেশ ঘটেছে আখতারের।
বিধ্বংসী বাউন্সারের জন্য বিখ্যাত শোয়েব এখন দেশাত্নবোধক গান গাইবেন। ভাবতেই যেন গা শিউরে উঠে।
২০ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর