ভারতে টি-টোয়ান্টি বিশ্বকাপে অংশ নিবে না পাকিস্তান!
স্পোর্টস ডেস্ক: মুম্বাইয়ে অবস্থিত ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অফিসে হামলা চালিয়েছে চরমপন্থী হিন্দু সংগঠন শিব সেনা। যার ফলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে তাদের বৈঠকটি ভেস্তে যায়। শিব সেনার অভিযোগ ভারতে যত ধরণের জঙ্গি কর্মকান্ড ঘটছে সব পাকিস্তানের মদদে হচ্ছে। তাই তারা চান না এই সব সমস্যার সমাধান এবং দুই পক্ষের রাজনৈতিক টানা হেচঁড়ার আশু ফল না আসা পর্যন্ত ভারতের সঙ্গে পাকিস্তানের কোন ধরণের বৈঠক হোক।
স্বাভাবিক ভাবেই এমন পরিস্থিতিতে পাকিস্তানী খেলোয়াড়রা আগামী ২০১৬ বিশ্বকাপে ভারত আসতে চাইবেনা নিরাপত্তার অজুহাতে। ঠিক এমন প্রশ্নই এবার তুলেছেন আইসিসির সভাপতি ও সাবেক পাকিস্তানি ক্রিকেটার জহির আব্বাস । তিনি মনে করেন, ‘ ভারতে অনুষ্ঠিত্ব আগামী ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পাকিস্তানী ক্রিকেটাররা নাও আসতে পারে। আর তাই ভারত-পাকিস্তানের উচিত বিষয়টি দ্রুত মিমাংসা করা।’
আগামী বছরের মার্চ-এপ্রিলে টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় একই রকম পরিস্থিতি থাকলে পাকিস্তানি খেলোয়াড়দের জন্য নিরাপত্তা উদ্বেগ থাকবে বলেই মনে করেন তিনি। বলেন, ‘আমি জানি না, টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় ভারতের পরিস্থিতি কেমন থাকবে। কিন্তু পরিস্থিতি এমনি থাকলে আমাদের ক্রিকেটারদের উপর অতিরিক্ত চাপ থাকবে।’ তথ্যসূত্র-ডেইলি স্টার
২০ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর