মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫, ০১:৫৯:১৪

নতুন ঘোষণায় এগিয়ে এল বিপিএলের মূল প্রক্রিয়া

নতুন ঘোষণায় এগিয়ে এল বিপিএলের মূল প্রক্রিয়া

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে ছোট খাট পরিবর্তন এসেছে বেশ। আরো এগিয়ে এসেছে বিপিএলের মূল প্রক্রিয়া। এর আগেও বেশ কয়েকবার পরিবর্তন আসে এই ইস্যুতে। সদ্য গঠিত বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানান এই তথ্য। এর আগে জানানো হয়, বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হবে ২০ নভেম্বর। ২২ নভেম্বর হবে লড়াই। আর ২৬ অক্টোবর হবে নিলাম। তবে এবার জানানো হয় বিপিএলের মূল প্রক্রিয়া অর্থাৎ খেলোয়াড় চয়েজের পর্বটি হবে ২২ অক্টোবর। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক এই বিষয়টি নিশ্চিত করেন। এদিন বিপিএলের তৃতীয় আসরের নিলাম বা প্লেয়ার বাই চয়েস প্রক্রিয়া সম্পন্ন হবে। উদ্ভোধন ও ম্যাচ শুরু হবে পূর্ব নির্ধারিত সময়ে। ২০ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে