বরিশালের হয়ে চার-ছক্কায় মাতাবেন যে ৫ বিদেশি তারকা
স্পোর্টস ডেস্ক : আবার এল ‘চার-ছক্কা হই হই বল গড়িয়ে গেল কৈ’ গানটিতে মেতে ওঠার আসর। ক্রিকেট বিশ্বকে চার-ছক্কায় মাতানোর মূল নায়ক হলেন এই পাঁচ জনের এক জন। যে কোনো প্রতিপক্ষকেই একাই ব্যাট হাতে জবাব দেয়ার ক্ষমতা রাখেন ক্রিস গেইল। বিশ্বের সর্বাধিক ছক্কা মারা ক্রিকেটার ক্রিস গেইল খেলবেন বরিশাল টিমের হয়ে।
মঙ্গলবার সংবাদ সম্মেলন করে বরিশাল বিভাগ। বরিশাল টিমের মালিক রিজওয়ান বিন ফারুক সংবাদ সম্মেলনে জানান অনেক কিছুই। তিনি জানান, গেইল বরিশাল টিমের হয়ে ৫টি ম্যাচ খেলবেন। অন্যদিকে দুই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার কেভন কুপার ও এভিন লুইস রয়েছে এই টিমে। জিম্বাবুয়ের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ব্রেন্ডন টেলর খেলবেন বরিশাল দলের হয়ে।
ফারুক আরও জানিয়েছেন, দলের কোচ হিসেবে থাকছেন দক্ষিণ আফ্রিকার গ্রাহাম ফোর্ড। প্রসঙ্গত, বরিশাল দলের পরিকল্পনায় চমক কম নয়। শ্রীলঙ্কার সাবেক কোচ ছিলেন ফোর্ড। অন্যদিকে কাউন্টিতেও কোচ হিসাবে রয়েছন তিনি। আর তাকেই দলে ভেড়াচ্ছে বরিশাল দল।
গেইল ও টেইলর বিশ্বমানের ক্রিকেটার। জিম্বাবুয়ের টেলর আইপিএলে দারুণ খেলেছেন। অন্যদিকে কুমারও টি-টোয়েন্টিতে অভিজ্ঞ। বিপিএল নিয়ে আগ্রহ হয়তো বাড়বে সবার। কেননা আরেক তারকা আফ্রিদির খেলার কথা কুমিল্লাহ দলের হয়ে। কে কেমন খেলে, কোন দল জয় পায় এটা জানার জন্য ক্রিকেটপ্রেমীদের বাড়তি আগ্রহটা এখনই লক্ষণীয়।
২০ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর