১৪দিন পর ঠিক হবে স্যামুয়েলসের ভাগ্য
স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজ দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মারলন স্যামুয়েলসের জন্য অবশ্য এই অভিজ্ঞতা নতুন নয়। বেআইনী বোলিং অ্যাকশনের কারণে তিনি এর আগে ২০০৮ সালে তিন বছরের জন্য সব ধরণের ক্রিকেটে তার বোলিং নিষিদ্ধ করা হয়।
এবার শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে ফের ম্যাচ অফিসিয়ালদের সন্দেহভাজনের স্বীকার হলেন ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার। আর এই অর্থ দাঁড়াচ্ছে আগামী ১৪ দিনের মধ্যে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে স্যামুয়েলসকে। আর সেই পরীক্ষার ফলাফলের উপর নির্ভর করবে আদৌ তিনি ফের বোলিং করতে পারবেন কি না।
গলে শ্রীলঙ্কার বিপক্ষে একমাত্র ইনিংসে ২৭ ওভার বোলিং করেন এই অফ স্পিনার। আর এর মধ্যে তিনি পান ওই টেস্টের সেঞ্চুরিয়ান দ্বিমুথ করুনারত্নের উইকেট।
এই নিয়ে তৃতীয়বারের মত মারলন স্যামুয়েলসের বোলিং অ্যকশন নিয়ে সন্দেহ উঠলো। জানিয়ে রাখা ভাল, স্যামুয়েলসের বয়স ৩৪। এই বয়সে তার বোলিং নিষিদ্ধ হলে ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন কি না সেটা নিয়ে তাই প্রশ্ন থেকেই যাচ্ছে।
প্রথম ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবানে সিরিজের তৃতীয় টেস্টে ‘সন্দেহজনক দ্রুতগতির বল’-এর কারণে বিপদে পড়েন তিনি। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছিলেন ২০০৮ সালের সেপ্টেম্বরে।
এখানেই শেষ নয়। এরপর ২০১৩ সালের নভেম্বরে মুম্বাইয়ে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে তার অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলা হয়। সেই টেস্টটা ছিল ভারতীয় ব্যাটিং কিংবদন্তি শচিন টেন্ডুলকারের বিদায়ী টেস্ট। সেবার স্যামুয়েলসের কুইকার বল নিষিদ্ধ হলেও অফব্রেক করতে কোন বাঁধার সৃষ্টি হয়নি।
২০ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ