মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫, ০৮:৪৩:০১

দ্বিতীয় টেস্টে নতুন পরিকল্পনায় মাঠে নামবে পাকিস্তান

দ্বিতীয় টেস্টে নতুন পরিকল্পনায় মাঠে নামবে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: সফরকারি ইংল্যান্ডের বিপক্ষে চলতি টেস্ট সিরিজের প্রথমটিতে ভালো অবস্থানে থেকেও শেষ পর্যন্ত পাকিস্তানকে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে। এতে দলটির অধিনায়ক মেসবাহ-উল-হক হতাশা ব্যক্ত করলেও দলটির উপর আস্থা রেখেছেন কোচ ওয়াকার ইউনুস। ওয়াকার আশা করেন বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে লড়াকু এক পাকিস্তানকে দেখা যাবে। দ্বিতীয় টেস্ট সামনে রেখে তাই নতুন কিছু পরিকল্পনা নিয়ে কাজ করছেন বলেও জানিয়েছেন তিনি। প্রথম টেস্ট সম্পর্কে ওয়াকার বলেন, ‘এই টেস্টে পাকিস্তানই ফেবারিট ছিল। কিন্তু হঠাৎ করেই ইংল্যান্ডের ফিরে আসাটা হতাশাজনক।’ আবুধাবিতে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তান বেশ শক্ত অবস্থানে থাকলেও ম্যাচ জয়ের দারুন সম্ভাবনা জাগিয়ে তুলে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান মাত্র ১৭৩ রানে অল আউট হয়ে যাওয়ায় ইংল্যান্ডের সামনে জয়ের সুযোগ সৃষ্টি হয়। ইংল্যান্ডের হয়ে অভিষেক ম্যাচে খেলতে নামা লেগ স্পিনার আদিল রশিদ ৬৪ রানে নিয়েছেন ৫ উইকেট। বোলারদের দূর্দান্ত পারফরমেন্সে ইংল্যান্ডের সামনে ১৯ ওভারে জয়ের লক্ষ্য স্থির হয় মাত্র ৯৯ রান। কিন্তু আট ওভার ও ২৫ রান বাকি থাকতে আলোর স্বল্পতার কারনে আম্পায়ার ম্যাচ শেষের ঘোষনা দিলে পাকিস্তান কোনরকমে রক্ষা পায়। বৃহস্পতিবার থেকে দুবাইয়ে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট ওয়াকার বলেছেন, অবশ্যই এটা অনেক বড় একটি স্বস্তি। প্রথম ম্যাচেই পিছিয়ে পড়া থেকে আমরা বেঁচে গেছি। তবে আমি নিশ্চিত অবশ্যই পাকিস্তান ফিরে আসবে। সিরিজ শুরুর আগে ইংলিশরা নিজেদের আন্ডারডগ হিসেবে বিবেচনা করেছিল। কিন্তু এখনকার পরিস্থিতিতে আমাদেরই ফিরে আসার জন্য কাজ করতে হবে। ওয়াকার মনে করেন ইংল্যান্ডও সিরিজে জয়ের লক্ষ্যে কঠিন পরিকল্পনা নিয়েই মাঠে নামবে। পাকিস্তানী কোচ অবশ্য স্বীকার করেছেন স্বস্তির থেকে তিনি হতাশ হয়েছেন বেশী। ওয়াকার বলেন, পাকিস্তানের টেস্ট দলটির ওপর সবসময়ই তার আস্থা ছিল। গত তিন বছরে টেস্টে দারুন পারফর্ম করছে পাকিস্তান। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ব্যাটসম্যানরা মোটেই সন্তুষ্ট করতে পারেনি ওয়াকারকে। তাদের শট নির্বাচনে ভুল ছিল। দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানরা যা করেছে তা কোনভাবেই মেনে নেয়া যায়না। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে অনেক কাজ করতে হবে। তবে ইংল্যান্ড যেভাবে খেলেছে তাতে দ্বিতীয় টেস্টে জিততে হলে কঠিন লড়াইয়ে মুখে পড়তে হবে পাকিস্তানকে। ২০ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে