অমিত মিশ্রর বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ
স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেটার অমিত মিশ্রর বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। তার বিরুদ্ধে অভিযোগ তিনি গতমাসে ব্যাঙ্গালুরুতে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প চলাকালীন সময়ে একটি ফাইভ স্টার হোটেলে এক নারীকে তিনি নির্যাতন করেছেন।
নারী নির্যাতনের অভিযোগে ব্যাঙ্গালুরুর অশোক নগর থানায় তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। অমিতকে আগামী সাত দিনের মধ্যে স্বশরীরে থানায় হাজির হতে বলা হয়েছে।
এই মামলার তদন্ত চলছে। পুলিশ জানায়, গত ২৭ সেপ্টেম্বর অভিযোগ জানায় যে অমিত মিশ্রা তাকে মারধোর করেছে। এবং এই ঘটনাটি ঘটেছে ২৫ সেপ্টেম্বর।
এছাড়াও ব্যাঙ্গালুরুর কেন্দ্রীয় পুলিশের ডেপুটি কমিশনার স্থানীয় একটি টিভি চ্যানেলকে জানান, মিশ্রার বিরুদ্ধে এফআইআর দাখিল করা হয়েছে এবং এর একটি কপি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কাছে পাঠানো হয়েছে।
বর্তমানে অনুষ্ঠিত দক্ষিন আফ্রিকার বিরুদ্ধে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের দলে রয়েছেন মিশ্র। সফরকারীরা ২-১ জয়ে এগিয়ে রয়েছে। আগামী ২২ অক্টোবর ৪র্থ ওয়ানডে অনুষ্ঠিত হবে। ৩২ বছর বয়সী এই স্পিনারকে গতকালই টেস্ট সিরিজে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সূত্রঃ টাইমস অফ ইন্ডিয়া
২০ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ