মুশফিককেও ছাড়িয়ে গেলেন শান্ত
স্পোর্টস ডেস্ক: জাতীয় লিগের চট্টগ্রাম বনাম রাজশাহীর চারদিনের ম্যাচটির ভাগ্য তৃতীয় দিন শেষেই বোঝা যাচ্ছিলো নিশ্চিত ড্র দিকে এগোচ্ছে ম্যাচটি। রাজশাহীর হয়ে শেষ দিনে অধিনায়ক মুশফিকুর রহীম অর্ধশতক করে অপরাজিত ছিলেন। তবে রাজশাহীর অধিনায়ককে ছাপিয়ে গেলেন সতীর্থ নাজমুল হোসেন শান্ত। তুলে নিলেন অসাধারণ এক শতক।
মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় স্তরের ম্যাচে রাজশাহী দিন শুরু করে ২ উইকেটে ৯৭ রান নিয়ে। নাইটওয়াচ ম্যান নিহাদ-উজ-জামানের সঙ্গে আগের দিনের ৬ রানের জুটিকে এদিন ৯৩ রান পর্যন্ত এগিয়ে নেন শান্ত। তাদের এই জুটিতেই নাটকীয় কিছু ঘটার সম্ভাবনা মোটামুটি শেষ হয়ে যায়।
নিহাদ ফিরে যাওয়ার পর আউট হয়ে যান নাজমুলও। তার আগেই অবশ্য প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম শতক করেন তিনি। ১৭ বছর বয়সী এই ব্যাটসম্যানের ২৫৮ বলের ইনিংসটি সাজানো ১৫টি চারে। আজকের শতকে এবারের জাতীয় লিগে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন।
এরপর দ্রুতই তিন উইকেট পড়ে গেলেও রাজশাহীর ইনিংসে কোনরুপ প্রভাব পড়তে দেননি অধিনায়ক মুশফিক। ১০৪ বলে অপরাজিত ৫০ রানের একটি ইনিংস খেলেন তিনি।
রাজশাহী দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২৭৩ রান তুললে ড্র মেনে নেন দুই অধিনায়ক।
সংক্ষিপ্ত স্কোরঃ
রাজশাহী প্রথম ইনিংসঃ ২০৮
চট্টগ্রামে প্রথম ইনিংসঃ ৩৫০
রাজশাহী দ্বিতীয় ইনিংসঃ ১১২ ওভারে ২৭৩/৬ (নাজমুল ১০১, মিজানুর ২৭, জুনায়েদ ১৭, নিহাদ ১৮, ফরহাদ হোসেন ১৭, মুশফিক ৫০*, শাকির ১২, ফরহাদ রেজা ২*; ডলার ১১-২-৩৮-১, মেহেদি রানা ১৯-৪-৫২-২, নাবিল ২৮-১১-৫০-০, ইফতেখার ৩৬-১০-৮২-১, মুমিনুল ৪-০-৯-০, সাইফুদ্দিন ১৪-২-৩০-১)
ফলঃ ড্র
ম্যাচ সেরাঃ নাজমুল হোসেন শান্ত।
২০ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ