বুধবার, ২১ অক্টোবর, ২০১৫, ০১:১৮:১২

শেবাগের অবসর নিয়ে কি বললেন তারা ?

শেবাগের অবসর নিয়ে কি বললেন তারা  ?

স্পোর্টস ডেস্ক: ‘ভিভ রিচার্ডসকে ব্যাট করতে দেখিনি, কিন্তু বিপক্ষের সেরা বোলিং লাইনআপকে ছিঁড়ে খান খান করতে দেখেছি বীরেন্দ্র শেবাগকে’ - এভাবেই ভারতের অন্যতম বিধ্বংসী ব্যাটসম্যানকে বিদায়ী শুভেচ্ছা জানিয়েছেন বর্তমান ওয়ানডে ম্যাচের অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি। ধোনি তাঁর দলের একদা অন্যতম স্তম্ভকে কিংবদন্তী ক্যারবিয়ান ব্যাটসম্যান ভিভ রিচার্ডসের সঙ্গে তুলনা করেই ক্ষান্ত হননি। টুইট বার্তায় উচ্ছ্বসিত মাহি লিখেছেন, ব্যাটিংয়ে প্রতিভাটা এক রকম, কিন্তু বীরুপার ব্যাটিংয়ের মাইন্ডসেটটা একেবারেই অসম্ভব পর্যায়ের। আমরা বলতাম পজিটিভ থাকো, সিঙ্গল নেওয়ার চেষ্টা কর। কিন্তু বীরুপা এমন একজন যে সব সময়ই বাউন্ডারি মারতে চেষ্টা করত। অনেকেই তোমার মতো খেলতে চাইবে। কিন্তু আমি তাদের পরামর্শ দেব, তোমার ব্যাটিং উপভোগ করতে। এদিকে টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি দিল্লির দলের সহখেলোয়াড় বীরেন্দ্র শেবাগকে আধুনিক ক্রিকেটের কিংবদন্তী আখ্যা দিয়েছেন। কোহলি তাঁর বার্তায় লিখেছেন, বীরেন্দ্র শেবাগের সঙ্গে খেলতে পারাটা একটা দারুন ব্যাপার। তিনি যেভাবে আমাকে পথ দেখিয়েছেন, তার জন্য ধন্যবাদ। দিল্লি দলের অপর সহ খেলোয়াড় শিখর ধবন লিখেছেন, একজন প্রকৃত ওপেনার, দ্য ডেয়ার ডেভিল। ভিভিভিএস লক্ষ্মণ তাঁর শুভেচ্ছা বার্তায় লিখেছেন, বীরেন্দ্র শেবাগ একজন প্রকৃত এন্টারটেনার। ২১ অক্টোবর,২০১৫/এমটিনিউজ/আসিফ/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে