বুধবার, ২১ অক্টোবর, ২০১৫, ০৪:৩৪:১৫

মেসির অভাব বুঝতেই দিলেন না নেইমার

 মেসির অভাব বুঝতেই দিলেন না নেইমার

স্পোর্টস ডেস্ক: বরিসভের বিপক্ষে নেইমার ও ইভান রাকিতিচের অসাধারণ নৈপুণ্যে ২-০ ‘তে জয় ছিনিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ‘ই’গ্রুপে শীর্ষেই থাকল বার্সেলোনা। মঙ্গলবার রাতে দলের মহাতারকা লিওনেল মেসি এবং মিডফিল্ডার ইনিয়েস্তাকে ছাড়াই দুর্বল বরিসভের মাঠে আক্রমণ চালিয়ে যায় বার্সা। তবে, প্রথমার্ধে বলের দখলে অনেক এগিয়ে থাকলেও সে তুলনায় গোলের সুযোগ বেশি তৈরি করতে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা। বার্সেলোনার দুটি গোলেই আসে ক্রোয়েশিয়ার মিডফিল্ডার রাকিতিচের পা থেকে। দুটো গোলেই অবদান রাখেন ম্যাচজুড়ে আলো ছড়ানো নেইমার। ষষ্ঠ মিনিটে নেইমারের পাস থেকে অধিনায়ক সের্হিও বুসকেতসের শট লক্ষ্যে থাকেনি। একাদশ মিনিটে পাওয়া সুযোগ ছিল আরও ভালো; তবে নেইমারের কর্নার থেকে মুনির এল হাদ্দাদির জোরালো শট ফিরিয়ে দেন গোলরক্ষক। ৩০তম মিনিট জটলার মধ্যে বুসকেতস বল জালে জড়ানোর সুযোগ হারান। দশ মিনিট পর আলভেসের ক্রস থেকে রাকিতিচের হেড ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। বিরতির আগে বল নিয়ে দৌড়ে গিয়ে ডি-বক্সের বাইরে থেকে শট নিয়েছিলেন নেইমার; তবে বল লক্ষ্যে থাকেনি। বিরতির পর ৪৮তম মিনিটে নেইমারের পাস থেকে বল পেয়ে ডি-বক্সের ঠিক বাইরে থেকে জোরালো শটে ওপরের ডান কোনা দিয়ে জালে জড়ান রাকিতিচ। এ মৌসুমে দলের হয়ে এটা তার প্রথম গোল। ৬৪তম মিনিটে আবারও নেইমার জাদু। ব্রাজিলের এই ফরোয়ার্ডের ডিফেন্স চেরা পাস পাঠান রাকিতিচকে। শুয়ে পড়ে ঠেকানোর চেষ্টা করা গোলরক্ষকের ওপর দিয়ে ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে দেন ক্রোয়েশিয়ার এই মিডফিল্ডার। ৮৫তম মিনিটে বল নিয়ে ডি-বক্সে ঢুকে পড়েছিলেন ম্যাচে কিছুটা অনুজ্জ্বল লুইস সুয়ারেস। কিন্তু সতীর্থ কোনো খেলোয়াড়কে বল যোগাতে পারেননি উরুগুয়ের এই ফরোয়ার্ড। ম্যাচে গোল করার একটি ভালো সুযোগও তৈরি করতে পারেনি স্বাগতিকরা। তবে বার্সেলোনাকে কম গোলে আটকে রাখতে পেরে কিছুটা সান্ত্বনা পেতে পারে বেলারুশের চ্যাম্পিয়নরা। ২১ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/আসিফ/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে