সমতায় ফিরল জিম্বাবুয়ে
স্পোর্টস ডেস্ক : ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয়টিতে জয়লাভে আফগানিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিক জিম্বাবুয়ে।
মঙ্গলবার বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে রিচমন্ড মুতুম্বাবি ও এলটন চিগুম্বুরার ঝড়ো ব্যাটিংয়ে এই জয় পায় জিম্বাবুয়ে। তারা তৃতীয় ওয়ানডেতে সফরকারীদের বিপক্ষে দুই বল হাতে রেখে ছয় উইকেটে জয় তুলে নেয়।
আফগানিস্তানের দেওয়া ২২৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৯ রান করে জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ের পক্ষে শুরুটা ভালো করেছিলেন দুই ওপেনার রিচমন্ড মুতুম্বাবি ও চামু চিবাবা। দলীয় ৪০ রানে ‘হ্যান্ডলড দ্য বল’ বা হাত দিয়ে বল ধরায় আউট হয়েছেন চিবাবা (১৮)। ওয়ানডে ক্রিকেটের ৪৪ বছরের ইতিহাসে এই আউটের শিকার তৃতীয় ব্যাটসম্যান তিনি।
তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ক্রিজে নামা আরভিন ১১ রান করে আমির হামজার বলে বোল্ড হয়েছেন। ক্যারিয়ারের চতুর্থ হাফ সেঞ্চুরি করে হামজার বলে বিদায় নিয়েছেন মুতুম্বামি (৭৪)। দলীয় ১৭৮ রানে হামজার তৃতীয় উইকেটের শিকার হয়েছেন উইলিয়ামস(৩৯)। এরপর চিগুম্বুরা ৪৯ ও সিকান্দার রাজা ২৯ রানে অপরাজিত থেকে জয়সূচক টার্গেট স্পর্শ করেছেন। আফগানিস্তানের আমির হামজা ৩টি উইকেট লাভ করেছেন।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে আট উইকেটে ২২৩ রান করেছিল আফগানিস্তান। সর্বোচ্চ ৫৬ রান করেছেন উদ্বোধনী ব্যাটসম্যান নুর আলি জাদরান। ১০৮ বলের ইনিংসে ৩টি চার ও ১টি ছক্কা মার রয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান করেছেন মোহাম্মদ নবি। সাত নম্বরে নামা শফিকুল্লাহর ৩২ বলে ৩৫ এবং নয় নম্বরে নামা দৌলত জাদরানের অপরাজিত ১৪ বলে ২৩ রানে লড়াইয়ের পুঁজি গড়েছিল তারা। জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ২টি করে উইকেট নিয়েছেন শন উইলিয়ামস ও টেন্ডাই চিসোরো। ম্যাচ সেরা হয়েছেন জিম্বাবুয়ের রিচমন্ড মুতুম্বামি।
২১ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এআর
�