পাকিস্তান সফরে চিহ্নিত সমস্যা সমাধানে গামাগে
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ নারী ক্রিকেট দল পাকিস্তান সফরের জন্য ‘সাহসী’ তকমা পেলেও পারফরম্যান্সের বিচারে খালি হাতেই ফিরেছে। নারী ক্রিকেটারদের ওই সিরিজের পর এবারের লক্ষ্য দক্ষিণ আফ্রিকা। পাকিস্তান সফরে চিহ্নিত সমস্যাগুলো এবার সমাধানে নামছেন কোচ গামাগে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজকে সামনে রেখে মঙ্গলবার থেকে ক্যাম্প শুরু হয়েছে। প্রথম দিনে ক্যাম্পে ছিলেন ২০ জন ক্রিকেটার। প্রথম দিনে বিফ টেস্ট শেষে লঙ্কান হেডকোচ গামাগে জানালেন, পাকিস্তান সফরের মতোই রয়েছে মেয়েদের স্ট্যামিনা।
ক্যাম্পের প্রথম দিনেই অধিনায়ক সালমা খাতুন আলাদা করে ব্যাট করেছেন। কোচ গামাগে জানালেন, সবাইকে নিয়েই আলাদাভাবে কাজ করেন তিনি। কাজ করেন তাদের স্কিল নিয়েও।
পাকিস্তান সিরিজে বাংলাদেশ দলের সবচেয়ে দুর্বল দিক ছিলো ব্যাটিং। প্রোটিয়াদের বিপক্ষে তাই ব্যাটিংকে আলাদা করে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে কোচ গামাগে বললেন, ‘পাকিস্তান সিরিজে টপ অর্ডারে কেউই রান পায়নি। রুমানা শুধু ভালো করেছে। ব্যাটিংয়ে বেশি পার্টনারশিপ, শট বাছাই ও সিঙ্গেল কিভাবে বের করতে হয়; সেগুলো নিয়ে বেশি কাজ করতে হবে। একবছর পর আমরা আন্তর্জাতিক ম্যাচ খেলেছি। তাই সমস্যাগুলো কোথায়, সেটা বোঝা যায়।’
২১ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ