বুধবার, ২১ অক্টোবর, ২০১৫, ০৯:৫৬:৪৮

আলিম দারের পরিবর্তে আম্পায়ারিংয়ের দায়িত্ব পাচ্ছেন যিনি

আলিম দারের পরিবর্তে আম্পায়ারিংয়ের দায়িত্ব পাচ্ছেন যিনি

স্পোর্টস ডেস্ক: বিশ্বসেরা আম্পায়ারদের অন্যতম পাকিস্তানের আলিম দার। তবে তিনি পাকিস্তানি হওয়ায় চলতি ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজে হুমকি দিয়েছে শিব সেনা। ওই হুমকির পরপরই তাকে প্রত্যাহার করে নেয় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল(আইসিসি)। ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজে এখন তার জায়গায় আম্পয়ারের দায়িত্ব পালন করবেন ভারতীয় আম্পায়ার সুন্দরম রবি। অর্থাৎ ভারতের মাঠে, ভারতের ম্যাচে দুজন আম্পায়ারই ভারতীয়! সোমবার কট্টর হিন্দু রাজনৈতিক দল শিব সেনা হুমকি দেয় আলিম দারকে। এরপর আইসিসির বিজ্ঞপ্তি দিয়ে মাধ্যমে আলিম দারকে সরিয়ে নেওয়া হয়। তার জায়গায় মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে সুন্দরম রবির নাম জানায় আইসিসি। সাধারণত। দ্বিপাক্ষিক সিরিজে একজন স্বাগতিক দেশের আম্পায়ারের সঙ্গে একজন নিরপেক্ষ দেশের আম্পায়ার রাখতে হয়। কিন্তু এক্ষেত্রে আইসিসি জানায়, ব্যস্ত সূচির কারণেই দুজনই ভারতীয় আম্পায়ার রাখা হয়েছে। এর সবকিছুই ভারত-পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতির বৈঠককে কেন্দ্র করে। সোমবার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, শিব সেনার চাপে পন্ড হয় শাহরিয়ার খান ও শশাঙ্ক মনোহরের বৈঠক। পরের দিনই বিসিসিআই সচিব অনুরাগ ঠাকুরের সঙ্গে বৈঠক হওয়ার কথা থাকলেও সেটিও বাতিল করা হয়। সূত্র: এনডিটিভি ২১ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে