বুধবার, ২১ অক্টোবর, ২০১৫, ১১:১৩:৫৫

জাতীয় লিগে বল হাতে জাদু দেখিয়ে অবাক করলেন সেই সোহাগ গাজী

জাতীয় লিগে বল হাতে জাদু দেখিয়ে অবাক করলেন সেই সোহাগ গাজী

স্পোর্টস ডেস্ক : জাতীয় লিগে জ্বলে উঠেছেন সোহাগ গাজী। জাতীয় দলে সোহাগ গাজীর অভিষেক হয় বোলার হিসাবে। আর অভিষেকের দিনে বোলিং ণৈপুণ্যের পাশাপাশি সেঞ্চুরি করেছিলেন গাজী। জাতীয় লিগে দুর্দান্ত দাপট দেখিয়ে নতুন করে নজর কেড়ে নিলেন এই ক্রিকেটার। বিপিএল ও জিম্বাবুয়ে সিরিজের আগে নিজেকে মেলে ধরেন পুরোমাত্রায়। ৪র্থ পর্বের জাতীয় লিগে চমক দেখায় বরিশাল বিভাগ। অন্যান্য টিমগুলো জয়ের স্বাদ পায়নি এই পর্বে। কিন্তু গাজীর ছন্দে ড্রয়ের দিকে যাওয়া ম্যাচটি বড় ব্যবধানেই জিতে নেয় বরিশাল বিভাগ। এই ম্যাচে গাজী মোট আটটি উইকেট শিকার করেন। সালমান হোসেনের সাথে যৌথভাবে ম্যাচ সেরা হয়েছেন তিনিও। শেষ ইনিংসে সোহাগ গাজী একাই নেন ৫ উইকেট। ফলে ১৫০ রানের ব্যবধানে ৪ দিনের এই ম্যাচে জয় পায় বরিশাল টিম। এই ম্যাচে ব্যাট হাতেও ফিফটি রয়েছে তার। সবমিলেই অনন্য এক প্রতিভার স্বাক্ষর রেখেছেন গাজী। সিলেট বিভাগ নিজেদের শেষ ইনিংসে ৪৪৮ রানের টার্গেটে খেলতে নেমে সোহাগের জাদুতে ২৯৭ রানে গুটিয়ে যায়। বোলিংয়ে সোহাগের যোগ্য সঙ্গী হয়েছিলেন মনির ও করিব হোসেন। ২১ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে