ঢাকার কাছে হেরে গেল করাচি, দুই বাংলার লড়াইয়ে প্রাণের টান!
স্পোর্টস ডেস্ক : লড়াই হবে ভারত ও বাংলাদেশের দুটি টিমের। এই লড়াইয়ের সাথে জড়িয়ে আছে প্রাণের টান। ভারত-বাংলাদেশের লড়াইয়ে প্রাণের টান বিশেষ এক অর্থে! অন্যরকম এক উৎসবে মেতে উঠবে দুই দেশ।
চট্রগ্রাম আবাহনী আর্ন্তজাতিক ক্লাব কাপের আয়োজন করে বেশ জোড়ালভাবে। এখানে খেলতে আসে ভারত, আফগান্তিান ও ভারতের বেশ কয়েকটি ফুটবল টিম। এই আসরের লড়াইয়ে ভারত-বাংলাদেশের টিমের লড়াইটা হবে বেশ ব্যতিক্রম।
বাংলাদেশের টিম মোহামেডান খেলবে পশ্চিম বঙ্গের মোহামেডানের বিপক্ষে। দুই বাংলার মিলন মেলা দেখা যাবে স্টেডিয়ামে। অনুষ্ঠিতব্য এই লড়াই দেখার অপেক্ষা অনেকেরই। মঙ্গলবার ছিল এই আসরের প্রথম দিন।
এই দিনের লড়াইয়ের ফলাফল। ঢাকা আবাহনী ৩-২ গোলে হারায় করাচি ইলেকট্রিককে। অন্য ম্যাচে কলকাতার ইষ্টবেঙ্গলের কাছে ২-১ গোলে হেরে যায় আয়োজক চট্রগ্রাম আবাহনী।
বুধবার কলকাতা মোহামেডানের প্রতিপক্ষ শ্রীলঙ্কার সলিড স্পোর্টিং ক্লাব। সারে চারটায় মাঠে নামবে তারা। অন্যদিকে ঢাকা মোহামেডান খেলবে আফগানিস্তানের ডি স্পিন ঘার বাজান ক্লাবের বিপক্ষে। সন্ধ্যা সারে সাতটায় শুরু হবে এই ম্যাচ।
২১ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এরচআর