বুধবার, ২১ অক্টোবর, ২০১৫, ১২:৫২:০৪

অবসরে গিয়ে যে কারণে সৌরভকে স্মরণ করে কাঁদলেন শেহওবাগ

অবসরে গিয়ে যে কারণে সৌরভকে স্মরণ করে কাঁদলেন শেহওবাগ

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটে ভারতের স্বর্ণযুগের মাঠ মাতানো তারকা ছিলেন বীরেন্দ্র শেহওয়াগ। সদ্য সব ধরনের ক্রিকেট থেকে অবসরে যান তিনি। শেহওয়াগ অবসরে গিয়ে নানা কথায় এখন কাঁদাচ্ছেন তার ভক্তদের। নিজের জন্মদিনের অনুষ্ঠানে তিনি বলেন, আমার অবসরের খবরটা নিয়ে একটু বাড়াবাড়িই হয়েছে। আমি সব সময় সেটাই করেছি যা ঠিক মনে হয়েছে। ঈশ্বরকে ধন্যবাদ, যা করতে চেয়েছিলাম সেটা করতে পেরেছি। তিনি বলেন, আমার ক্রিকেট জীবনের সাথে জড়িয়ে আছে সৌরভ গাঙ্গুলির নাম। তার জন্য অশ্রুসজল হলেন তিনি। খোলা মনে তিনি বলেন, আমার সৌভাগ্য, শচীন, দ্রাবিড়, সৌরভ, ভিভিএসের মতো প্লেয়ারের সঙ্গে খেলেছি। ওদের থেকে শিখেছি। সৌরভের কাছে আমি অসম্ভব ঋণী। তার জন্যই আমার টেস্ট খেলা। বীরেন্দ শেহওয়াগ বলেন, টেস্ট টিমে ডাক পাওয়াটা আমার ক্যারিয়ারের সেরা মুহূর্ত। তার আগে লোকে বলত আমি ওয়ান ডে প্লেয়ার। সৌরভ নিশ্চয়ই আমার মধ্যে কিছু দেখেছিল। ওর মনে হয়েছিল যে, আমি টেস্টেও পারব। যত দিন খেলার সঙ্গে যুক্ত থাকব, তত দিন সৌরভকে মনে রাখব। ও ভরসা না রাখলে আমার হয়তো টেস্ট খেলাই হতো না। নিজের জন্মদিনে তিনি বলেন, সৌরভের কথা বারবার মনে পড়ছে। আসলে ও যে টিমটা করেছিল তারা বিদেশে টেস্ট জিতেছে, ড্র করেছে। ও প্লেয়ারকে পারফর্ম করার সময়টা দিত। যা খুব দরকার। সবচেয়ে বড় কথা, ওয়ানডে ক্রিকেটে নিজের জায়গাটাই সে আমাকে ছেড়ে দিয়েছে। আমি ওপেন করতে লাগলাম সচিনের সঙ্গে। এতেই বোঝা যায় সৌরভ কত ভালবাসত আমাকে। থ্যাঙ্কস সৌরভ দাদা! ২১ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে