তারিখ ঘোষণা, ফিফা সভাপতি হওয়ার জন্য লড়বেন যারা
স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা) প্রাণ ফিরে পাচ্ছে নতুন করে। দীর্ঘদিন ফিফার সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসা সেফ ব্লাটারের জন্য যন্ত্রণা আরো বাড়বে এর মাধ্যমে।
এক এক করে তার বিরুদ্ধে নানা কেলেঙ্কারির খবর যখন ফাঁস হচ্ছে তখনই নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে কাকতালীয়ভাবে। শুরুতেই জানানো যাক ফিফা নির্বাচনের তারিখ।
নতুন বছরের ২৬ সে ফেব্রুয়ারি হবে ফিফার সভাপতি পদের নির্বাচন। বুধবার এই বিষয়টি নিশ্চিত করেছে ফিফা। ফিফার ইলেকটোরাল কমিটির চেয়ারম্যান ডমেনিকো স্কালা বলেন, সভাপতি পদে লড়াই করতে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ফরম পূরণ করতে হবে।
এখানে লড়াই করার সব পথ বন্ধ ব্লাটারের। জর্ডানের প্রিন্স আলী আল হুসেনই, ত্রিনিদাদ ও টোবাগো ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক ডেভিড নাখিদ, এএফসি সভাপতি শেখ সালমান ও প্রাক্তন সুইস ডিফেন্ডার র্যামন ভেগা এবারের ফিফা নির্বাচনে সভাপতি হওয়ার জন্য লড়বেন।
দীর্ঘ ১৬ বছর ধরে ফিফার সভাপতি ছিলেন সেফ ব্লাটার। ফিফার নানা দুর্নীতির নায়ক বলে অভিযোগ ওঠায় এখন শাস্তির মুখে তিনি। ফিফা নির্বাচনের পরে জোড়াল হবে এই ইস্যু।
২১ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর
�