স্পোর্টস ডেস্ক : আরব আমিরাতে থাকা পাকিস্তানের ক্রিকেট টিমের জন্য উল্লাসে মেতে ওঠার মতই বিষয় এটি। আরব আমিরাতের আবুধাবিতে টেস্ট সিরিজ দিয়ে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে পাকিস্তান।
প্রথম টেস্টে ইংলিশ ও পাকিস্তানিদের লড়াই ছিল প্রায় সমানে সমান। কিন্তু ধারনাগত দিক থেকে বলাই যায় এবার মুক্তি মিলতে পারে পাকিস্তানের। বর্তমানে পাকিস্তানের সবচেয়ে সফল বোলার হলেন ইয়াসির সাহ।
অসুস্থ হওয়ায় এতদিন মাঠের বাইরে ছিলেন তিনি। তিনি সুস্থ হয়েছেন। ইংলিশদের বিরুদ্ধে মাঠে নামবেন ইয়াসির। সম্প্রতি ইয়াসিরের দাপটে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে টেস্টে ক্রিকেটে উড়িয়ে দেয় পাকিস্তান।
সে সাফল্যর নায়ক ছিলেন ইয়াসির। প্রথম টেস্টে পাকিস্তান শক্তির বিবেচনায় ইংলিশদের কাছে পেরে না ওঠায় পিসিবির কয়েকজন কর্মকর্তা আভাষ দিয়েছিলেন সাইদ আজমল বা ইয়াসিরকে দ্বিতীয় টেস্টে দলে নেয়া হতে পারে।
কিন্তু এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের ম্যাচ জয়ের নায়ক আজমলের জন্য নেই কোনো সুখকর বার্তা। তাকে আরো অপেক্ষায় রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
দলে ইয়াসির যোগ দেয়ায় উল্লাস এখন পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে। মিসবাহও বেশ খুশি এই খবরে। পাকিস্তান দ্বিতীয় টেস্টে ইতিবাচক ফলাফলে ফিরে যাবে বলে উঠে আসে তার কন্ঠে।
২১ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর