রবিবার, ০৯ এপ্রিল, ২০১৭, ০৩:২৭:০৬

মোস্তাফিজকে ছাড়া আর একটু পরেই মাঠে নামছে হায়দরাবাদ

মোস্তাফিজকে ছাড়া আর একটু পরেই মাঠে নামছে হায়দরাবাদ

স্পোর্টস ডেস্ক: আইপিএলের চলতি আসরে আজ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।  দুটি ম্যাচই বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের জন্য আগ্রহের কেন্দ্রবিন্দুতে।  বিকেলে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দ্রাবাদ মাঠে নামবে।  আর রাতের ম্যাচে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স খেলতে নামবে।

বিকেল সাড়ে চারটায় মাঠে নামবে হায়দ্রাবাদ মুখোমুখি হবে গুজরাট লায়ন্সের।  আর রাত সাড়ে আটটায় কলকাতার প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স।

আইপিএলের ষষ্ঠ ম্যাচে নিজেদের মাঠ হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা লড়বে সুরেশ রায়না, ব্রেন্ডন ম্যাককালাম, ডোয়াইন ব্রাভো, দিনেশ কার্তিক, অ্যারন ফিঞ্চদের নিয়ে গড়া গুজরাটের বিপক্ষে।  নিজেদের প্রথম ম্যাচে গতবারের রানার্সআপ রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৩৫ রানে হারিয়ে দারুণ শুরু করে মোস্তাফিজ-ওয়ার্নার-ধাওয়ান-যুবরাজদের হায়দ্রাবাদ।

অপরদিকে, নিজেদের প্রথম ম্যাচে হারের স্বাদ পেয়েছে সুরেশ রায়নার গুজরাট।

এদিকে, রাতের ম্যাচে সাকিব-গম্ভীর-নারাইন-ট্রেন্ট বোল্টদের কলকাতা মুখোমুখি হবে রোহিত শর্মা, জস বাটলার, হরভজন, লেন্ডন সিমন্স, টিম সাউদি, লাসিথ মালিঙ্গাদের নিয়ে গড়া মুম্বাইয়ের বিপক্ষে।  নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে শাহরুখ খানের কলকাতা।  মুম্বাই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে।

কলকাতা শিবিরে যোগ দিয়েছেন টাইগার সেরা অলরাউন্ডার সাকিব।  শ্রীলঙ্কা সফর শেষেই দলের সঙ্গে যোগ দিতে রাজকোটে পৌঁছান তিনি।  প্রথম ম্যাচে দলের সঙ্গে যোগ দিলেও খেলা হয়নি তার।  নিজেদের দ্বিতীয় ম্যাচে সাকিবকে কলকাতার জার্সিতে মাঠে দেখা যেতে পারে।
৯ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে