বুধবার, ২১ অক্টোবর, ২০১৫, ০২:৪২:৫১

প্রয়াত বাবাকে স্বরণ করে যেসব কথা বলে সবাইকে কাঁদালেন শেহওয়াগ

 প্রয়াত বাবাকে স্বরণ করে যেসব কথা বলে সবাইকে কাঁদালেন শেহওয়াগ

স্পোর্টস ডেস্ক : বীরেন্দ্র শেহওয়াগ ভারতীয় ক্রিকেটের স্টার হয়েছিলেন প্রায় এক যুগ ধরে। অবসরে গেছেন এই তারকা ক্রিকেটার। কিন্তু ছেড়ে দিতে পারছেন না ক্রিকেট। অবসর নেয়ার দিন প্রয়াত বাবাকে স্বরণ করে নানা কথা বলে সবাইকে কাঁদালেন শেহওয়াগ। ক্রিকেট নিয়ে নিজের নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। আনুষ্ঠানিকভাবে অবসর নেয়ার দিনেও ভেঙে পড়েন তিনি। তিনি বলেন, এখন বাবা থাকলে খুব ভালো হত। তার মৃত বাবাকে স্বরণ করে শেহওয়াগ বলেন, আমার অভিষেকের দিন বাবা ছিলেন। কিন্তু এখন তিনি নেই। শেহওয়াগের এমন উক্তিতে অশ্রুসজল হয় উপস্থিত সবাই। বাবাবে স্বরণ করে তিনি আরো বলেন, আমার আর কিছু চাওয়ার ছিল না। এমন দিনে বাবাকে খুব মনে পড়ছে। মঙ্গলবার ছিল শেহওয়াগের জন্মদিন। জন্মদিনটাই রুপ নেয় ক্রিকেট থেকে তার আনুষ্ঠানিক বিদায় নেয়ার অনুষ্ঠানে। প্রতিবারের মত থাকেনি তার এবারের জন্মদিন। ক্রিকেটকে বিদায় জানাতে গিয়ে আবেগ তাড়িত হন শেহওয়াগ। পরে অবশ্য তিনি বলেন, ক্রিকেটকে চিরতরে ভুলে থাকতে পারবেন না তিনি। কোচিং বা ধারাভাষ্যকার হিসাবে ক্রিকেটের সাথে লেগে থাকার ইচ্ছা রয়েছে তার। ২১ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে