রবিবার, ০৯ এপ্রিল, ২০১৭, ০৪:৪৪:২৩

‘মাশরাফি, তোমায় ভালবাসি’

‘মাশরাফি, তোমায় ভালবাসি’

স্পোর্টস ডেস্ক: শ্রীলংকা সফরে হঠাৎ করেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মাশরাফি বিন মুর্তজা। এরপর থেকেই মাশরাফিকে ভালবাসা, শ্রদ্ধা ও প্রশংসা করে যাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা। মাশরাফির অবসরের সিদ্ধান্ত মানতে পারছেন না তারা।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে মানববন্ধন করেছেন ক্রিকেটপ্রেমীরা। ‘মাশরাফি, তোমায় ভালবাসি’, ‘থ্যাঙ্ক ইউ ক্যাপ্টেন’, ‘দৌড়া বাঘ আইলো’, ‘মাশরাফির জন্য বাংলাদেশ’ ইত্যাদি অনেক প্ল্যাকার্ড-ব্যানার নিয়ে স্টেডিয়ামের ফটকের সামনে অবস্থান নেন তারা।

বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফির প্রতি অকৃত্রিম ভালবাসা ও শ্রদ্ধা জানান ভক্তরা। মাশরাফি-সমর্থকরা জানান, কেন বিদেশের মাটিতে মাশরাফি অবসর নিলো? আমরা তার বিদায়ের দিনে সম্মান জানাতে পারিনি। তাই মানববান্ধনের মাধ্যমে মাশরাফিকে শ্রদ্ধা জানাতে মিরপুর স্টেডিয়ামের সামনে জড়ো হন তারা।

ভক্তদের অনেকেই মনে করেন মাশরাফির অবসর ঘোষণার পেছনে বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহের ভূমিকা রয়েছে। ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত যেন মাশরাফি ওয়ানডে দলের অধিনায়ক থাকেন, সেই অনুরোধও জানান সমর্থকরা।
০৯ এপ্রিল ২০১৭/ এমটি নিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে