রবিবার, ০৯ এপ্রিল, ২০১৭, ১০:০৪:০০

শ্রদ্ধা ও ভালোবাসায় মাশরাফিকে নিয়ে যা বললেন রুবেল

শ্রদ্ধা ও ভালোবাসায় মাশরাফিকে নিয়ে যা বললেন রুবেল

স্পোর্টস ডেস্ক: ‘আমার কারণেই রুবেল দলে সুযোগ পাচ্ছে না।’ উক্তিটি মাশরাফি বিন মুর্তজার। আন্তর্জাতিক টি-২০ থেকে অবসরের পর অনেক কথামালার মধ্যে এটিও ছিল। পেসার রুবেল হোসেন যেটা কখনোই বিশ্বাস করেন না। বিষয়টি নিয়ে চুপই ছিলেন তিনি। অধিনায়কের এমন মন্তব্যে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি। শ্রদ্ধা ও ভালোবাসায় মুখ খুললেন আজ রোববার। রুবেলের কাছে মাশরাফি অতুলনীয়, ‘পথনির্দেশক বা নেতা মাশরাফি ভাই একজনই। আরো অনেক কিছু শেখার আছে তার কাছ থেকে। খেলার বাইরেও তার সাথে কথা বলা উচিত আমাদের।’

টি-টোয়েন্টি ফরম্যাট থেকে মাশরাফি বিন মুর্তজার আচমকা অবসরে দলের ক্রিকেটাররা আকাশ থেকেই পড়েছিলেন। সবচেয়ে বেশি অবাক হন পেসার রুবেল হোসেন। মাশরাফির বিদায় নেয়াটা এখনো মানতে পারছেন না তিনি। টি-২০ মাশরাফির সাথে খেলতে পারবেন না, এটা যেন তিনি ভাবতেই পারছেন না বাংলাদেশের হয়ে ২৪ টেস্ট, ৬৯ ওয়ানডে ও ১৪টি-২০ খেলা রুবেল, ‘ছোটবেলা থেকেই আমি মাশরাফি ভাইয়ের ভক্ত, তিনি একজন আদর্শ ক্রিকেটার। ছোটবেলা থেকেই ফলো করি উনাকে। উনার সাথে হয়তো আর টি-২০ খেলা হবে না। এ জন্য খুব খারাপ লাগছে। প্রত্যেকটা পেস বোলারের শেখার আছে তার কাছ থেকে।’

বর্তমানে অনেক ক্রিকেটারই মাশরাফির ভক্ত উল্লেখ করে রুবেল বলেন, ‘এখনো যারা উঠে আসছে সবাই কিন্তু মাশরাফি ভাইয়ের ভক্ত। তার দুর্ভাগ্য, তাকে অনেকবার সার্জারি করাতে হয়েছে। নিজের মনের কাছে সে শক্তিশালী তাই আন্তর্জাতিক ক্যারিয়ার টেনে নিয়ে যেতে পেরেছেন। বিশ্ব ক্রিকেটে এমন কাউকে পাওয়া যাবে না, যে দুই পায়ে এত অপারেশন নিয়েও খেলা চালিয়ে গেছেন।’
০৯ এপ্রিল ২০১৭/ এমটি নিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে