রবিবার, ০৯ এপ্রিল, ২০১৭, ১০:৩৩:৫০

পাকিস্তান সুপার লিগে বাড়ছে আরেকটি নতুন দল

পাকিস্তান সুপার লিগে বাড়ছে আরেকটি নতুন দল

স্পোর্টস ডেস্ক: আগামী বছর পাকিস্তান সুপার লিগের (পিএসএল) তৃতীয় আসরের আটটি ম্যাচ পাকিস্তানে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন টুর্নামেন্টের চেয়ারম্যান নাজাম শেঠি।

নিজের টুইটার অ্যাকাউন্টে স্ট্যাটাস দিয়ে শেঠি বলেন, ‘আগামী আসরে পাকিস্তানের মাটিতে আমরা আটটি ম্যাচ আয়োজনের চেষ্টা করবো। পাশাপাশি আরো একটি দল বাড়ানো হবে।’

পিএসএলে দ্বিতীয় আসরের একটি ছাড়া সব ম্যাচ অনুষ্ঠিত হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। তবে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। অর্থাৎ, পাকিস্তানের মাটিতে একটি মাত্র ম্যাচ অনুষ্ঠিত হয়।

তবে আগামী বছর পিএসএলের তৃতীয় আসরের আটটি ম্যাচ আয়োজনের ঘোষণা দিলেন শেঠি। এছাড়া আগামী আসরে আরো একটি নতুন দল অর্ন্তভূক্ত করার ইঙ্গিতও দিলেন তিনি, ‘আগামী আসরে কাশ্মির, বেলুচিস্তান, শিয়ালকোট, মুলতান বা ফয়সালাবাদ থেকে একটি নতুন ফ্রাঞ্চাইজি যোগ করা হবে। এতে ম্যাচের সংখ্যাও বেড়ে হবে ৩৪টি। গেল বছর হয়েছিলো ২৪টি। এতে বাণিজ্যিক দিক দিয়েও আরো লাভবান হবে পিএসএল।’

২০১৬ সালের পিএসএলের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিলো ইসলামাবাদ ইউনাইটেড। দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন বর্তমান পেশোয়ার জালমি।
০৯ এপ্রিল ২০১৭/ এমটি নিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে