এবার নিরাপত্তা ইস্যুতে ভারতকে লাল কার্ড দেখালো পাকিস্তান
স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কান ক্রিকেট টিমের ওপর হামলাকে কেন্দ্র করে বহু কাল ধরে জঙ্গি তকমা লাগিয়ে হু হু করে কাঁদছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ড র্দীঘ দিন ধরে পাকিস্তানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে আসছিল। এবার সেই পাকিস্তান ক্রিকেট বোর্ড কিনা ভারতকে প্রশ্নবিদ্ধ করছে নিরাপত্তা ইস্যুতে।
ভারতের উগ্র পন্থি হিন্দু শিবসেনার আন্দোলনের মুখে ভারত-পাকিস্তান ক্রিকেট বোর্ডের দুই সভাপতির বৈঠক পন্ড হয়েছে। এরপর থেকেই নতুন মোড় নিচ্ছে ঘটনাটি কেন্দ্র করে। সর্বশেষ সংযোজন ভারতে অনুষ্ঠিতব্য অন্ধদের নিয়ে এশিয়া কাপে খেলবে না পাকিস্তান ব্লাইন্ড ক্রিকেট দল।
মূলত নিরাপত্তাজনিত কারনে এই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ভারতের কোচি শহরে এই খেলাটি আগামী বছরের ১৭ থেকে ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পাকিস্তান ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল (পিবিসিসি) আজ বুধবার এশিয়া কাপ ক্রিকেট থেকে তাদের নাম প্রত্যাহার করার কথা জানায়।
নাম প্রত্যাহারের বিষয়টি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডে জেনারেল ম্যানেজার (ক্রিকেট অপারেশন) মাহের এম ইউসুফ হারুন এক বিবৃতিতে জানান, ‘ ভারত-পাকিস্তানের দুই বোর্ড প্রধানের বৈঠক পন্ড, ম্যাচ থেকে আলিম দারকে প্রত্যাহার ইস্যু আমাদেরকে এই সিদ্ধান্ত মেনে নিয়ে বাধ্য করেছে।
আমাদের কাছে পাকিস্তান ক্রিকেট দলের নিরাপত্তাই প্রধান ইস্যু। তিনি বলেন, 'ক্রিকেট অ্যাসোসিয়েশন অব দ্য ব্লাইন্ড ইন ইন্ডিয়াকে ইতোমধ্যে তাদের সিদ্ধান্তের কথা জানিয়ে দেয়া হয়েছে।'
২১ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর