ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে এক মহিলাকে চড়-থাপ্পড়ের অভিযোগ
স্পোর্টস ডেস্ক: ভারতের জাতীয় দলের ক্রিকেটার অমিত মিশ্রের বিরুদ্ধে এক নারীকে চড়-থাপ্পড় মারার অভিযোগ উঠেছে। এ বিষয়ে অশোক নগর থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে বলা হয়, ভারতের জাতীয় ক্রিকেট দলের যখন বেঙ্গালুরুতে ক্যাম্প চলছিল, তখন হোটেলে অমিত মিশ্রের সঙ্গে দেখা করতে যায় এক নারী।কিন্তু কিছু সময় অতিবাহিত হওয়ার পর দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। তখন মিশ্র মহিলার সঙ্গে খুবই বাজে ভাষা ব্যবহার করেন। এমনকি তার গায়ে হাতও তোলেন। দুদিন পর ওই মহিলা অমিত মিশ্রের বিরুদ্ধে অশোক নগর থানায় অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে অশোক নগর থানার একজন সিনিয়র পুলিশ অফিসার বলেন, ‘ অমিত মিশ্র কথা চলাকালীন মুহূর্তে ওই মহিলাকে জোরে ধাক্কা দিয়েছেন, আঙ্গুল মুচড়ে দিয়েছেন। এমন কী তাকে চায়ের কেটলি দিয়ে মারতে উদ্যত হয়েছেন। তার বিরুদ্ধে ৩৫৪ ধারা (নারী নির্যাতনের অপরাধ) মোতাবেক অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে ডিসিপি সন্দীপ পাতিল বলেন, ‘ঘটনাটি এক মাস আগে ঘটেছে। সেই থেকেই আমরা মামলাটির তদন্ত চালাচ্ছি। এ বিষয়ে অমিত মিশ্রের কাছে একটি নোটিশ পাঠিয়েছে। তাকে থানায় হাজিরা দিতে বলেছি। যাতে করে তার একটি বক্তব্য আমরা সংগ্রহ করতে পারি। তাকে আমরা এক সপ্তাহের সময় দিয়েছি।
মিশ্র এও বলেন যদি তা প্রমানিত হয় অমিতের ৭ বছরের জেল হতে পারে।
২১ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর