সোমবার, ১০ এপ্রিল, ২০১৭, ০৭:০৯:১৭

ভাগ্য সহায় হলে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব: তামিম

ভাগ্য সহায় হলে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব: তামিম

স্পোর্টস ডেস্ক: ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগের সর্বশেষ আসরে মোহামেডানকে চ্যাম্পিয়ন করার পেছনে ভূমিকা রেখেছেন তামিম ইকবাল। ২০০৮-০৯ মৌসুমের পর আর শিরোপা ঘরে তুলতে পারেনি মতিঝিল পাড়ার এই ক্লাবটি।

দীর্ঘদিন ট্রফির স্বাদ না পাওয়া মোহামেডান, এবারের লিগে শিরোপা নিজেদের করে নিতে দলে ভিড়িয়েছে দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান তামিম ইকবালকে। প্রিমিয়ারে নিজেদের লক্ষ্য নিয়ে তামিম ইকবাল বলেন, ‘আমরা ক্রিকেটাররা যদি নিজেদের সেরাটা দিতে পারি এবং ভাগ্য যদি আমাদের পক্ষে থাকে তাহলে আমার মনে হয় চ্যাম্পিনয় হওয়া সম্ভব।’

প্রিমিয়ারে খেলার জন্য সোমবার দলবদল করে মোহাডানে নাম লিখিয়েছেন তামিম ইকবাল। লিগের গত আসরে আবাহনীকে শিরোপা এনে দেয়ার পেছনে অগ্রণী ভূমিকা রাখা তামিম এবারের আসরে নিজের দলের লক্ষ্য নিয়ে বলেন, ‘গত কয়েক বছর মোহামেডান চ্যাম্পিয়ন হয়নি। এবার যেভাবে দল গঠন হয়েছে, আমার কাছে মনে হয় সবকিছু ঠিকঠাক আছে। আমরা প্লেয়াররা যদি পারফরম করতে পারি তাহলে ভালো হবে। চ্যাম্পিনয় হওয়াটা আমি মনে করি ভাগ্যের ব্যাপার। আশা করি এবার ভাগ্য আমাদের সাথে থাকবে।’

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার আগে নিউজিল্যান্ডে ক্যাম্প করবে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ৭ মে ক্যাম্প করতে নিউজিল্যান্ড যাওয়ার কথা রয়েছে জাতীয় দলের ক্রিকেটারদের। যে কারণে প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে চার থেকে পাঁচটির বেশি ম্যাচ খেলার সুযোগ পাবেন না তামিম।

তবে যে ম্যাচগুলোই তিনি খেলেন না কেন; তার চেষ্টা থাকবে দলের জন্য সেরাটা দেয়া। এমনটি জানিয়ে মোহামেডানের সম্ভাব্য এই অধিনায়ক বলেন, ‘আমি যতগুলো ম্যাচই খেলব চেষ্টা করবো আমার সেরাটা দেয়ার। অন্যরাও চেষ্টা করবে নিজেদের সেরাটা দেয়ার জন্য। আমরা যদি নিজেদের সেরাটা দিতে পারি তাহলে রেজাল্ট যাই হোক আমার মনে হয় সবাই এতে খুশি হবে।’
১০ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে