যেভাবে আপন ঘর খুঁজে নিবেন বিপিএল খেলুড়ে দেশি-বিদেশি ক্রিকেটাররা!
স্পোর্টস ডেস্ক : বিপিএলের আবহ যেন বইতে শুরু করেছে। এর আগে বলা হয় ২২ নভেম্বর পঁছন্দের ঠিকানায় নাম লেখাবেন ক্রিকেটাররা। হাজির হয়েছে সে ক্ষণ। বৃহস্পতিবার খুবই ব্যস্ত থাকবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিশেষ নিয়মে আপন ঘর খুঁজে নিবেন বিপিএল খেলুড়ে ক্রিকেটাররা
পদচারণায় মুখর থাকবে হোটেল রেডিসন। এখানেই সম্পন্ন হবে ক্রিকেটার বাছাই তথা নিলাম প্রক্রিয়া। ১২২ জন দেশীয় ও ১৯৫ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন বিসিবির দেয়া তালিকায়।
এই তালিকা থেকে সর্বোচ্চ ১৩ জন দেশী ও ১২ জন বিদেশি ক্রিকেটার নিতে পারবে প্রতিটি টিম। প্রতিটি টিমে সর্বোচ্চ ২৫ জন হতে পারবে ক্রিকেটারদের সংখ্যা। আইকন ছাড়া এখান থেকে দেশি ক্রিকেটার সংগ্রহ করলে ‘এ’ থেকে ‘ডি’পর্যন্ত চারটি ক্যাটাগরির খেলোয়াড়দের জন্য থাক্রমে ২৫, ১৮, ১২ ও ৬ লাখ টাকা করে গুনতে হবে টিমকে।
অন্যদিকে বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে ‘এ’ ক্যাটাগরি ৭০ হাজার ডলার, ‘বি’ ক্যাটাগরি ৫০ হাজার ডলার, ‘সি’ক্যাটাগরি ৪০ হাজার ডলার ও ‘ডি’ক্যাটাগরির খেলোয়াড়দের জন্য ৩০ হাজার ডলার করে গুনতে হবে।
২১ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর
�