বিপিএল খেলে কত করে পাবেন সাকিব-মাশরাফিরা?
স্পোর্টস ডেস্ক : টাইগার ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ ও নাসির হোসেনকে এবারের বিপিএলের জন্য আইকন ক্রিকেটার হিসাবে ঘোষণা দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বিপিএলে অংশ নিয়ে প্রথম সারির টাইগার ক্রিকেটাররা কে কত করে পাবেন সেটা নির্ধারন করে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই ছয় জন আইকন ক্রিকেটার হওয়ার প্রথমে ৩০ লাখ টাকা করে সন্মানী দেয়ার কথা জানায় বিসিবি।
পরে বেশ আলোচনার সৃষ্টি হলে ৩৫ লাখ টাকা করে সন্মানী দেয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। শুধু তাই নয় এ ৬ জনের কে কোন দলে খেলবেন সেটাও এক রকম নির্ধারণ করে দেয় ক্রিকেট বোর্ড।
কিন্তু না, দল মালিকদের মিশ্র প্রতিক্রিয়ায় এখান থেকেও সরে আসে বিসিবি। বৃহস্পতিবার লটারির মাধ্যমে নির্ধারিত হবে তারা কে কোন দলে যাচ্ছেন। তবে এদের মধ্যে এক দলে দুইজন থাকতে পারবেন না কিছুতেই।
তাদের সন্মানী ফের বিবেচনার দাবি উঠলেও এ বিষয়ে আগের অবস্থানেই রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অর্থাৎ ৩৫ লক্ষ টাকা করেই পাচ্ছেন প্রত্যেকে। প্রসঙ্গত, বিদেশি আইকনদের চেয়ে সেরা টাইগারদের সন্মানী এখানে প্রায় অর্ধেক।
২১ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর
�