বুধবার, ২১ অক্টোবর, ২০১৫, ০৫:৩৫:১৫

‘ভারত থেকে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর সরিয়ে নেয়া উচিত’

‘ভারত থেকে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর সরিয়ে নেয়া উচিত’

স্পোর্টস ডেস্ক: ভারতীয় উগ্র শিব সেনাদের বাধায় গত সোমবার মুম্বাইয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও ভারত ক্রিকেট বোর্ডের মধ্যকার বৈঠকটি বন্ধ হয়ে যায়। দু’দেশের বৈঠক ইস্যুর জের ধরে শিব সেনারা ভারত ক্রিকেট বোর্ডে হামলা চালায়। ফলে ক্রীড়া বিশ্বে এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। এ ঘটনার পর আগামী বছর ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন সরিয়ে নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রভাবশালী ক্রীড়া সংগঠক নাদিম ওমর। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নাদিম ওমর বলেন, ‘পাকিস্তান সরকার ও পিসিবি ভারতের সঙ্গে সিরিজ আয়োজনের চেষ্টা করেছে। এখন যে পরিস্থিতি বিরাজ করছে, তাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু ভারত থেকে সরিয়ে নিতে পাকিস্তানের কড়া পদক্ষেপ নেওয়া উচিত।’ পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খানের সঙ্গে ভারত যে আচরণ করেছে তা সম্পূর্ণই অবিবেচক বলে মন্তব্য করেন তিনি। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি আরো বলেন, ‘আমি মনে করি এসময় ভারতকে তুষ্ট করার কোনও কিছু নেই। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, এখন আমাদের আত্মসম্মান ও আত্মমর্যাদা হুমকির মুখে রয়েছে। এসময় ভারতে চলমান দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে তিনি বলেন,‘ দক্ষিণ আফ্রিকা সিরিজেও আমরা দেখেছি, সেখানে বোতল নিক্ষেপের ঘটনাও ঘটেছে। কিন্তু আইসিসি এ অবস্থায় চোখ বুজে রয়েছে। তাই আমার মনে হয় শীর্ষ ক্রিকেট খেলুড়ে দেশগুলোকে সঙ্গে নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু ভারত থেকে সরিয়ে নিতে পাকিস্তানের পদক্ষেপ নেওয়া উচিত। ’ ২১ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে