বুধবার, ২১ অক্টোবর, ২০১৫, ০৬:২৪:২৭

বিপিএলে কোন দলের হয়ে খেলবেন এখনও জানেন না তামিম

 বিপিএলে কোন দলের হয়ে খেলবেন এখনও জানেন না তামিম

স্পোর্টস ডেস্ক: খুব ঘটা করে পর্দা উঠতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএলের) তৃতীয় আসর। বিপিএলকে ঘিরে বাংলাদেশ ক্রিকেট আকাশে বইছে এখন প্রশান্তির ধারা। বিদেশি ক্রিকেটার ও দেশীয় ক্রিকেটারদের মিলন মেলায় পরিণত হবে বাংলাদেশ ক্রিকেট অঙ্গণ। বিপিএলের তৃতীয় আসরে বাংলাদেশের ছয় জন তারকা খেলোয়াড়কে আইকন প্লেয়ার হিসেবে ঘোষনা করা হয়েছে। সেই ছয় জন আইকন প্লেয়ারের এক জন জাতীয় দলের ওপেনার ব্যাটসম্যান তামিম ইকবাল। তামিম ইকবাল বিপিএলের গত দুই আসরে দুরন্ত রাজশাহীর হয়ে খেলেছেন । কিন্তু তৃতীয় আসরে কোন দলের হয়ে খেলবেন তা এখন পর্যন্ত নিজেই জানেন না। বুধবার গোল্ডমার্ক বিস্কুটের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। তামিম সাংবাদিকদের বলেন, ‘আমি চট্টগ্রামের ছেলে। তাই বিপিএল-এ চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলাটা অনেকেই প্রত্যাশা করছে। তবে আইকন খেলোয়াড় হিসেবে আমি কোথায় খেলব আমি নিজেও জানি না।’ এসময় নিজের পেশাদারী মনোভাব নিয়ে তামিম বলেন, ‘আমি সম্পূর্ণ পেশাদার। যে দলেই খেলি না কেন, সেখানেই সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব।’ বাংলাদেশ সফর বাতিল করেছে অস্ট্রেলিয়া। সফরটি হলে আজ হতো টেস্টের পঞ্চম দিন। এমন প্রশ্নের উত্তরে তামিম সাংবাদিকদের বলেন, ‘অস্ট্রেলিয়া ক্রিকেট টিম বাংলাদেশে আসেনি সেটা আমাদের জন্য দুর্ভাগের বিষয়।তবে কেন আসেনি, কি জন্য আসেনি সেটা সম্পূর্ণ বোর্ডের বিষয়।’ শিগগিরই চূড়ান্ত হওয়ার কথা জিম্বাবুয়ের বাংলাদেশ সফরসূচি। আসন্ন সিরিজকে ঘিরে নিজেদের প্রস্তুতি নিয়ে তামিম বলেন, ‘জিম্বাবুয়ের সফরসূচি এখনও চূড়ান্ত হয়নি। আমরা মাঠেই রয়েছি। সফরসূচি চূড়ান্ত হলেই খেলোয়াড়রা সেই সিরিজের জন্য মানসিক ও অন্যান্য প্রস্তুতি নেওয়া শুরু করবে। জিম্বাবুয়ে খেলার মধ্যে রয়েছে। তাই তাদের সঙ্গে সিরিজ সহজ হবে এমনটি ভাবার কিছু নেই।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে