ক্রিকেটকে আরও নির্ভূল করতে যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তি
স্পোর্টস ডেস্ক: খেলা চলাকালীন সময়ে আম্পায়ারের প্রধান লক্ষ্য থাকে নির্ভূল খেলা পরিচালনা করা। তারপরও মানুষ বলে কথা একটু আধটুকু ভুল নিয়ে খেলা শেষ করতে হয়। তাই আইসিসি ক্রিকেটকে নির্ভূল করতে প্রযুক্তির আশ্রয়ে মরিয়া।
ক্রিকেটকে নির্ভূল করতে আইসিসি বিভিন্ন সময় বিভিন্ন প্রযুক্তির আশ্রয় নিয়েছেন। এবার ক্রিকেটকে আরও নির্ভুল করতে যুক্ত করছেন নতুন প্রযুক্তি। ডিসিশন রিভিউ সিস্টেমে এবার পরীক্ষামূলকভাবে স্নিকোমিটারের বদলে আলট্রা এজ প্রযুক্তি ব্যবহার করা হবে।
নতুন প্রযুক্তির বিষয়ে গাভাস্কার বলেন, ক্রিকেটে প্রযুক্তির ব্যবহার নিয়ে তার কোনো আপত্তি নেই। তবে অবশ্যই তা হতে হবে নির্ভূল। গাভাস্কারের আপত্তির অন্যতম কারণ-স্নিকোমিটার প্রযুক্তি। প্রচুর ভুল থেকে যাচ্ছে এই প্রযুক্তিতে।
২১ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর