বুধবার, ২১ অক্টোবর, ২০১৫, ০৮:১২:৫৯

আইসিসির আইন ভঙ্গ, ভারত-আফ্রিকা ম্যাচে দু’জনই ভারতীয় আম্পায়ার

আইসিসির আইন ভঙ্গ, ভারত-আফ্রিকা ম্যাচে দু’জনই ভারতীয় আম্পায়ার

স্পোর্টস ডেস্ক: উগ্র পন্থি শিবসেনার আন্দোলনের মুখে ভারতে চলমান দক্ষিণ আফ্রিকা ও ভারতের মধ্যেকার ওয়ানডে সিরিজের আম্পায়ারের দায়িত্ব থেকে পাকিস্তানি আম্পায়ার আলিম দারকে সরিয়ে নিয়েছে আইসিসি। আলিম দারের পরে একি কায়দায় ভারত থেকে প্রত্যাহার করা হয়েছে পাকিস্তানের সাবেক দুই তারকা খেলোয়াড় ওয়াসিম আকরাম ও শোয়েব আখতারকে। ফলে সবার মনে প্রশ্ন দেখা দিয়েছে আলিম দারের পরিবর্তে ভারত-পাকিস্তান সিরিজের পরবর্তি ম্যাচ গুলোয় আম্পায়ারের ভূমিকায় কাকে দেখা যাবে। এবার আইসিসির কথায় খোলাসা হল সেই প্রশ্নটির উত্তর। আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে আলিম দারের জায়গায় নেয়া হয়েছে ভারতীয় আম্পায়ার সুন্দরম রবিকে। অর্থাৎ ভারতের মাঠে, ভারতের ম্যাচে দুজন আম্পায়ারই ভারতীয়। সাধারণত দ্বিপাক্ষিক সিরিজে একজন স্বাগতিক দেশের আম্পায়ারের সঙ্গে একজন নিরপেক্ষ দেশের আম্পায়ার রাখতে হয়। কিন্তু এক্ষেত্রে আইসিসি জানায়, ব্যস্ত সূচির কারণেই দুজনই ভারতীয় আম্পায়ার রাখা হয়েছে। প্রসঙ্গত, গত সোমবার ভারত-পাকিস্তান দুই ক্রিকেট বোর্ডের প্রধানের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, শিব সেনার চাপে পন্ড হয় শাহরিয়ার খান ও শশাঙ্ক মনোহরের বৈঠক। পরের দিনই বিসিসিআই সচিব অনুরাগ ঠাকুরের সঙ্গে বৈঠক হওয়ার কথা থাকলেও সেটিও বাতিল করা হয়। আর এসব কারণে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বিসিবি। ২১ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে