ক্রিকেটাঙ্গন উন্নয়নের স্বার্থে টাইগার তামিমের নয়া পরিকল্পনা
স্পোর্টস ডেস্ক: দীর্ঘ দিন হলো চট্টগ্রাম থেকে উঠে আসেনি কোন আন্তর্জাতিক মানের ক্রিকেটার। তাই এবার চট্টগ্রামে ক্রিকেটাঙ্গন উন্নয়নের স্বার্থে বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের আয়োজনে যুক্ত হলেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল। ৩টি বয়সভিত্তিক টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা হাতে নিয়েছেন এই ওপেনার।
বাংলাদেশি এই ওপেনার ব্যাটসম্যান সাংবাদিকদের জানান, সব আসরের নামকরণ করা হবে বাবা ইকবাল খানের নামে। আর সব কিছু ঠিক থাকলে এ বছরই শুরু হবে এই টুর্নামেন্টগুলো। অনূর্ধ্ব-১৩, ১৫ ও ১৭ এই ৩টি বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট।
এদিকে, দীর্ঘদিন আন্তর্জাতিক মানের কোন ক্রিকেটার উঠে আসছে না চট্টগ্রামের বুক থেকে। সে লক্ষ্যকে সামনে রেখেই আন্তর্জাতিক মানের ক্রিকেটার গড়ে তুলতে এমন উদ্যোগ তামিমের।
নিজস্ব অর্থায়নের পাশাপাশি, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও অন্যান্য স্পন্সরের মাধ্যমে অর্থায়ন যোগানের কথাও জানান জাতীয় দলের এই ওপেনার। আর টুর্নামেন্ট সফল করার ব্যাপারে সব রকম সহযোগিতার আশ্বাসও দেন সাবেক ক্রিকেটার নুরুল আবেদিন নোবেল।আগামী ৩ বছর এই টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে সাফল্য পেলে, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে জানান দেশের সফলতম তামিম ইকবাল।
২১ অক্টোবর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস
�