চট্টগ্রাম স্টেডিয়াম মাতিয়েছিল আজ এক ঝাক ভিনদেশি সুন্দরী তরুণী
স্পোর্টস ডেস্ক: সময়ের ব্যবধানে এ দেশের ক্রীড়া অঙ্গণ যে অনেক অগ্রসর হয়েছে তা যে কেউ অনায়াসে স্বীকার করে নিবে। শুধু একটি টিকেটের জন্য রাতের পর রাত স্টেডিয়ামের সামনে লাইন ধরে দাঁড়িয়ে থাকা। তা খেলার প্রতি ভালোবাসারই বহিঃপ্রকাশ।
তেমনি প্রথমবারের মত আয়োজিত আন্তর্জাতিক ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ আবাহনী-করাচি ইলেক্ট্রিক এফসির খেলা দেখতে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে হয়েছিল দর্শকের বন্যা। খেলাকে ঘিরে আগ্রহ আছে বাংলাদেশি অবস্থানকারী ভিনদেশিদের মধ্যেও।
উদ্বোধনী ম্যাচে মঙ্গলবার বাংলাদেশের আবাহনী ৩-২ গোলে হারায় পাকিস্তানের করাচি ইলেক্ট্রিক এফসিকে। আর সেখানে সফরকারী করাচি দলকে উৎসাহ যোগাতে মাঠে এসেছিলেন এক ঝাঁক পাকিস্তানি তরুনী।
খোজ নিয়ে জানা গেল, তারা চট্টগ্রামের ইউএসটিসে পড়া কয়েকজন বিদেশী শিক্ষার্থী। চিৎকার করতে লাগলেন তার প্রিয় দল করাচি ইলেকট্রিকসের জন্য। কিছুক্ষণ পর পরই দলের হয়ে চিৎকার আর উল্লাসে মাতিয়ে রেখেছিলেন গ্যালারির একাংশ।
১৯৯০ সালের পর এখানে ফুটবলের আর কোন বড় আসর হয়নি চট্টগ্রামের এই মাঠটিতে। দর্শকদের মোটামুটি সাড়া পেয়ে ভীষণ খুশি আয়োজক কমিটিও। ১০,০০০ বেশি দর্শকের ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামে উত্তেজনার মধ্য দিয়েই জয় পায় আবাহনী।
২১ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর