আবারও টেস্ট ক্রিকেট নিয়ে চলছে নয়া গবেষণা
স্পোর্টস ডেস্ক: ২০১৩-তে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ম্যাচে মন্দ আলোর জন্য খেলা বন্ধ হলে ফ্লাড লাইটে খেলার কথা বলা হয়েছিল। কিন্তু কেউ রাজি হয়নি।তবে এবার দিবা-রাত্রির টেস্ট ক্রিকেটের রংয়ের বল নিয়ে চলছে জোর গবেষণা। তার ফলশ্রুতিতে এবার গোলাপি বলের পর ক্রিকেট দুনিয়ায় আসছে হলুদ বল।
আইসিসি মুখপত্র ডেভ রিচার্ডসন গনমাধ্যমকে জানিয়েছেন, ‘আমরা এর আগে ফ্লাড লাইটে টেস্ট খেলার কথা বলেছিলাম। ২০১৩-তে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ম্যাচে মন্দ আলোর জন্য খেলা বন্ধ হলে ফ্লাড লাইটে খেলার কথা বলা হয়েছিল। কিন্তু কেউ রাজি হয়নি। পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচেও তাই। ফলে গোলাপি বলের কোনও পরীক্ষা হয়নি। তাই আমরা আরও কিছু চিন্তাভাবনা করে রাখছি ভবিষ্যতের জন্য।
প্রসঙ্গত, আগামী নভেম্বরে অ্যাডিলেডে প্রথম দিবা-রাত্রির টেস্ট খেলতে নামবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। এই ম্যাচে গোলাপি বল ব্যবহার করার কথা। কিন্তু শেফিল্ড শিল্ডে গোলাপি বলে খেলতে ক্রিকেটারদের কিছু সমস্যা দেখা গিয়েছে। সে কারণেই নতুন চিন্তাভাবনা শুরু।
২১ অক্টোবর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস
�