বিপিএলে বোলিং তান্ডব চালিয়ে বাংলাদেশি দর্শকদের মুগ্ধ করতে চান আমির
স্পোর্টস ডেস্ক: ভুল পথে পা বাড়িয়ে পাঁচ বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকতে হয়েছিল পাকিস্তানের উদীয়মান পেসার মোহাম্মদ আমিরকে। আইসিসিরি নিষেদাজ্ঞা কাটিয়ে ঘরোয়া ক্রিকেটের মধ্যদিয়ে আবারো মাঠে ফিরেছেন তিনি। মাঠে নেমেই আগের সেই বোলিং খুরদার লক্ষ্য করা গেছে আমিরের মাঝে। পাঁচ বছর আগের মত প্রতিপক্ষ শিবিরে এখনও চলছে তার সমান তালে তান্ডব।
বাংলাদেশে প্রিমিয়ার লিগ (বিপিএলে) চট্টগ্রাম ভাইকিংসের হয়ে প্রতিপক্ষ শিবিরে তান্ডব চালাতে দেখা যাবে পাকিস্তানের এই তারকাকে। আর আমির ও যেন বিপিএল খেলতে অনেকটা মুখিয়ে আছেন। বিপিএলে খেলে দলকে সাফল্য এনে মুগ্ধ করতে চান বাংলাদেশি দর্শকদের।
চট্টগ্রামের জার্সিতে আলো ছড়াতে মুখিয়ে আমির, ‘আমাকে নেওয়ায় দলের প্রতি কৃতজ্ঞতা। দলের জন্য শতভাগ পারফর্ম করার সর্বোচ্চ চেষ্টা করব। চেষ্টা করব বাংলাদেশি দর্শককে মুগ্ধ করতে। আন্তর্জাতিক ক্যারিয়ারে ফেরার পথে এটিই হবে প্রথম ধাপ।’
২০১০ সালে লর্ডস টেস্টে ফিক্সিং কেলেঙ্কারির দায়ে মোহাম্মদ আসিফ ও সালমান বাটের সঙ্গে পাঁচ বছরে নিষিদ্ধ হয়েছিলেন আমির। নিষেধাজ্ঞা কাটিয়ে সম্প্রতি ফিরেছেন ঘরোয়া ক্রিকেটে। তাঁর দল সুই সাউদার্ন গ্যাস কোয়ালিফাই করেছে পাকিস্তানের শীর্ষ ঘরোয়া টুর্নামেন্ট কায়েদা আজম ট্রফিতে। পাঁচ বছর নিষিদ্ধ থাকলেও বোলিংয়ে ধার কমেনি। চার ম্যাচে নিয়েছেন ৩৪ উইকেট।
আমিরের চোখে আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ টুর্নামেন্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার লক্ষ্য বাঁহাতি পেসারের। তবে আপাতত মনোযোগ ঘরোয়া ক্রিকেটেই, ‘এ মুহূর্তে ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে খুশি। এটি আমাকে আত্মবিশ্বাসী করছে। আপাতত মনোযোগ কায়েদা আজম ট্রফিতেই। আমার দলকে জাতীয় চ্যাম্পিয়ন করাই মূল লক্ষ্য।’ সূত্র: এএফপি
২১ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর