বুধবার, ২১ অক্টোবর, ২০১৫, ১১:৫৭:৩৩

সাবেক ক্লাবের অদ্ভুত আচরণে চরম ভেঙ্গে পড়েছেন নেইমার

 সাবেক ক্লাবের অদ্ভুত আচরণে চরম ভেঙ্গে পড়েছেন নেইমার

স্পোর্টস ডেস্ক : পোলা তো নয় যেন আগুনেরই গোলা। এটি বাংলাদেশের জনপ্রিয় কন্ঠশিল্পী মমতাজের বহুল প্রচারিত একটি গানের লাইন। ব্রাজিলের ফুটবল তারকা নেইমারের ক্ষেত্রে মমতাজের গানের এই লাইনটি কতটুকু যায় একবার ভেবে দেখবেন। ঘরোয়া কিংবা ক্লাব মাঠ সব যায়গায় সমান আধিপত্য ব্রাজিল দলের এই তারকার। যেখানে যাচ্ছেন নিজের সুকৌশলি খেলায় সবাইকে মুগ্ধ করছেন। পৃথিবীতে অনেক মানুষ আছেন যারা ভালো কাজ করেও নিন্দুকের যাতাকলে পিষ্ঠ হন। ঠিক নেইমারের বেলায়ও ঘটেছে এমন একটি ঘটনা। যে ক্লাবকে টানা তিন বছর লিগ জিতিয়েছেন, ৪৮ বছর পর কোপা লিবার্তাদোরসও এনে দিয়েছেন; সেই সান্তোস কি না তাঁর বিরুদ্ধেই নালিশ করল এবার ফিফার কাছে! নেইমারের কোন আপত্তি নেই তার সাবেক ক্লাব যদি তার কাছে আর্থিক ক্ষতিপূরণ চায়। কিন্তু কথা হল তারা কেন নেইমারকে নিয়ে উঠেপড়ে লেগেছে । আর তাতেই খুব কষ্ট পেয়েছেন বার্সা দলের বর্তমান নির্ভরযোগ্য খেলোয়াড়। কিন্তু ব্রাজিল তারকা বিশ্বাস করতে পারছেন না, সান্তোস চাইছে তাঁকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করুক ফিফা! ছয় মাস কেন, ছয় দিনও যে ফুটবল ছাড়া যে নেইমার থাকতে পারবেন না, এটা তো সান্তোসেরই ভালো জানার কথা। এই ক্লাবই তো আজকের নেইমারের আঁতুড়ঘর। তা ছাড়া নেইমার ছয় মাস নিষিদ্ধ হলে সান্তোসেরই বা কী লাভ? নেইমার সান্তোসের এমন আচরণে এতটাই কষ্ট পেয়েছেন, সান্তোসের ব্যাপারে কোনো কথাই বলতে চাইছেন না। বিষয়টি নিয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে নেইমার বলেছেন, ‘সান্তোসের বিষয়ে কথা বলতে চাই না। ওদের সঙ্গে আমার সম্পর্ক শেষ হয়ে গেছে, আমি অবশ্যই খুব দুঃখ পেয়েছি। কিন্তু আমি এ ব্যাপারে কথা বলতে চাই না।’ সান্তোসের ব্যাপারে কথা বলতে না চাইলেও এ ব্যাপারে মাথা ঘামাতেই হচ্ছে নেইমারকে। কারণ দলবদলের কারণে চুক্তিভঙ্গের ওই অভিযোগে যে ৫ কোটি ৫০ লাখ ইউরো ক্ষতিপূরণ চেয়েছে। ফিফার কাছে দেওয়া অভিযোগ প্রমাণিত হলে বিপুল অঙ্কের এই অর্থ যে জরিমানা হিসেবে দিতে হবে সান্তোসকে। সেই সঙ্গে নিষেধাজ্ঞার হুমকি তো মাথার ওপর ঝুলছেই। ২১ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে