হঠাৎ মুরালিধরনের ঢাকা সফরে যতো প্রশ্ন
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল বদলের মাত্র রাত পোহানো বাকি। ঠিক সেই সময়ে শ্রীলংকান স্পিন কিংবদন্তী মুত্তিয়া মুরালিধরনের ঢাকা উপস্থিতি নানা প্রশ্নের জন্ম দিয়েছে ক্রিকেট ভক্তদের মনে।
তাহলে কি কোনো দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতেই তার ঢাকা আগমন? ক্রিকেট ভক্তদের মনে এরকম অনেক প্রশ্ন।
তবে ঢাকায় মুরালির ঘনিষ্ঠ কয়েকজনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা দাবি করেন, বিপিএল না; ব্যক্তিগত ব্যবসার কাজে সাবেক লংকান ঘূর্ণি জাদুকর ঢাকা এসেছেন।
কেউ অবশ্য বিস্তারিত কিছু বলতে চাননি। তাই মুরালির ঢাকা সফর বিপিএল সম্পর্কিত বলেই সন্দেহ করছেন অনেকে।
উল্লেখ্য, তৃতীয় বিপিএলে থাকছে না নিলামের রোমাঞ্চ। ম্যাড়ম্যাড়ে লটারিতে (যার আরেক নাম প্লেয়ার্স বাই চয়েস) দল গঠনের কাজ সারবে ছয় ফ্র্যাঞ্চাইজি। তবে ক্রিকেটারদের মাঝে একটা চাপা উত্তেজনা ঠিকই কাজ করছে। এবার ফ্র্যাঞ্চাইজি একটি কম হওয়ায় অনেকেরই বিপিএল খেলা হবে না।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাজধানীর রেডিসন হোটেলে শুরু হবে বিপিএল প্লেয়ার্স বাই চয়েস। বিপিএল ব্রডকাস্টার চ্যানেল নাইন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।
লটারিতে দেশি ১৩০ এবং বিদেশি ১৪৮ ক্রিকেটারের নাম থাকবে। এর মধ্য থেকে দল গড়বে ফ্র্যাঞ্চাইজিরা। ছয় ফ্র্যাঞ্চাইজির প্রতিটি সর্বোচ্চ ১৩ জন দেশি এবং ১২ জন বিদেশি ক্রিকেটার রেজিস্টেশন করাতে পারবে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজিতে একজন আইকন থাকায় আদতে দেশি ক্রিকেটারের তালিকা থেকে সুযোগ পাবেন ১২ জন করে। যার মানে ১৩০ জনের মধ্যে ৭২ জন দল পাবেন।
জানা গেছে, এরই মধ্যে নাকি ক্রিস গেইল, শহিদ আফ্রিদি, কুমার সাঙ্গাকারা, শোয়েব মালিকসহ প্রায় ৫০ জনের বেশি তারকা বিদেশিকে নিশ্চিত করে ফেলেছে ফ্র্যাঞ্চাইজিরা। তবে বিপিএল গভর্নিং কাউন্সিল সদস্য সচিব ডা. ইসমাইল হায়দার মল্লিক জানিয়েছেন, লটারিতে কমপক্ষে তিনজন বিদেশি নিতেই হবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে। বিদেশি ক্রিকেটারদের বেলায় আজ হয়তো সে নিয়মরক্ষার কাজটাই করবে ফ্র্যাঞ্চাইজিরা।
২২ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে
�