আট ঘন্টায় দুই লাখ চল্লিশ হাজার টিকিট বিক্রি
স্পোর্টস ডেস্ক : আগামী বছর রিও-তে অলিম্পিকের আসর বসবে। কিন্তু তার অনেক আগ থেকেই আসরটি নিয়ে উত্তাপের আবাস মিলছে। তা না হলে দেখুন অলিম্পিক কমিটি টিকিট ছাড়ার পর মাত্র আট ঘন্টায় দুই লাখ চল্লিশ হাজার টিকিট বিক্রি হয় কি করে?
টিকিটের এহেন চাহিদা দেখে রিও অলিম্পিক আয়োজক কমিটির মুখে রীতিমত হাসির ফোয়ার বয়ে যাচ্ছে। জানা গেছে, প্রথম ঘণ্টাতেই এক লক্ষ বিশ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে। ফুটবল, বাস্কেটবল ও ভলিবলের জন্যই সবচেয়ে টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। ২ লক্ষ ৪০ হাজার টিকিটের মধ্যে এক লক্ষ বিশ হাজার টিকিট বিক্রি হয়েছে ফুটবল, বাস্কেটবল ও ভলিবলের জন্যই।
২২ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর