ভারত ইস্যুতে পাকিস্তানের নতুন সিদ্ধান্ত, ভারতীয় মিডিয়া কি লিখছে?
স্পোর্টস ডেস্ক : সম্প্রতি শিবসেনা হামলার জেরে বেশ ঘোলা হয় পরিবেশ। আর এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখেছে পাকিস্তান। ভারতকে বয়কটের কথা বলেছিল পাকিস্তান। ভারত ইস্যুতে এবার পাকিস্তানের নতুন সিদ্ধান্ত। এ নিয়ে ভারতীয় মিডিয়া কি লিখছে? সে প্রসঙ্গ নিয়েই এবারের প্রতিবেদন।
এ প্রসঙ্গে ভারতের প্রভাবশালী আনন্দবাজার পত্রিকার ভাষ্য তুলো ধরা হলো : শিবসেনা হামলার জেরে ভারত-পাকিস্তান ক্রিকেট সম্পর্ক কতটা খারাপ হবে? জল যে ভাবে গড়াচ্ছে, তাতে সম্পর্কটা তলানিতে গিয়ে ঠেকতে পারে।
মুম্বইয়ে বোর্ডের বৈঠক ভেস্তে যাওয়ার পর আইসিসি পাকিস্তানি আম্পায়ার আলিম দারকে ভারত থেকে সরিয়ে নিয়ে যায়। ধারাভাষ্যকার হিসেবে থাকা ওয়াসিম আক্রম এবং শোয়েব আখতারও মুম্বইয়ে শেষ ওয়ান ডে ম্যাচে থাকতে অস্বীকার করেছেন।
বুধবার দৃষ্টিহীনদের এশিয়া কাপ থেকে নাম তুলে নিল পাকিস্তানি ক্রিকেট দল। আর এ দিনই পাক বোর্ড চেয়ারম্যান শাহরিয়র খান ইঙ্গিত দিলেন, পরের বছর ভারতে এসে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার ব্যাপারে তাঁরা আবার ভাবনা চিন্তা করবেন।
শাহরিয়র পরিষ্কার করে ভারতীয় বোর্ডের কাছে জানতে চেয়েছেন, দু’ দেশের দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে বিসিসিআই কী ভাবছে। এ দিন পাকিস্তানে ফিরে গিয়ে এক সাংবাদিক সম্মেলনে শাহরিয়র বলেন, ‘‘দেখা যাক আগামী দু’এক সপ্তাহে পরিস্থিতিটা কোন দিকে গড়ায়।
বিসিসিআইয়ের স্টান্সটা জানার পর আমরা আমাদের সিদ্ধান্ত নেব। তবে এটুকু বলব, ভারতে আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা সংক্রান্ত ব্যাপারটা খতিয়ে দেখতে হবে। পরের বছর আবার ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে।’’
এ দিকে আগামী বছরের জানুয়ারিতেই ভারতে হওয়ার কথা দক্ষিণ এশীয় গেমস। পরিস্থিতি যে দিকে যাচ্ছে তাতে গেমস থেকেও সরে যেতে পারে পাকিস্তান। পাক অলিম্পিক সংস্থার সচিব খালিদ মেহমুদের কথায়, ভারত যদি আমাদের চূড়ান্ত এবং নিশ্ছিদ্র নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারে তা হলেই একমাত্র গেমসে যাওয়ার ব্যাপারে আমরা ভেবে দেখতে পারি।
২২ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর
�